1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশলঃ-

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৩ বার সংবাদ টি দেখা হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশলঃ-

★★★ উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল। দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।” ★★★ টেকনিক ব্যাখ্যা:১.গোরা ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ ৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ ৮.রার্জষি ৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি

★★★ বিকল্প টেকনিক:বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল।

★★★ টেকনিক ব্যাখ্যা:

★১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট

★২. চোখের— চোখের বালি

★৩. চার— চার অধ্যায়

★৪. নৌকাডুবি— নৌকাডুবি

★৫. দুই বোন— দুই বোন

★৬. করুনা— করুনা

★৭. শেষে— শেষের কবিতা

★৮. চতুর— চতুরঙ্গ

★৯. রাজর্ষি— রাজর্ষি

★১০. গোরা— গোরা

★১১. ঘরেবাইরে— ঘরেবাইরে

★১২. যোগাযোগ-যোগাযোগ

★★★ ছোট গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না। ★★★ টেকনিক ব্যাখ্যা:১. পোস্টমাস্টার ২. কাবুলিওয়ালা ৩. দেনা পাওনা ৪. কর্মফল ৬. হৈমন্তি ৭. দিদি ৮. পত্র রক্ষা

★★★ প্রেমের গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন

★★★ টেকনিক ব্যাখ্যা:১. ল্যাবরেটরী ২. অধ্যাপক ৩. নষ্টনীড় ৪. শেষ রাত্রি ৫. সমাপ্তি ৬. স্ত্রীর পত্র ৭. একরাত্রি ৮. দূর আশা ৯. দৃষ্টিদান

★★★ বিখ্যাত নাটকগুলি মনে রাখার শর্ট টেকনিক:“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”

★★★ টেকনিক ব্যাখ্যা:

★১. রাজা-রাজা

★২. অচলায়তন-অচলায়তন

★৩. চিরকুমার-চিরকুমার সভা

★৪. ডেকে –ডাকঘর

★৫. রক্তকরবী-রক্তকরবী

★৬. মুক্ত —- মুক্তধারা

★৭. মুকুট—- মুকুট

★৮. অরুণাচল— অরুণাচল

★৯. অরুপরতন— অরুপরতন

★১০. কালের যাত্রায়—- কালের যাত্রা

★১১. বিসর্জন— বিসর্জন

★১২. তাসের দেশে—- তাসের দেশ

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...