1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ এর ইতিহাস বিষয়ক সাধারণ জ্ঞানঃ-

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫৭ বার সংবাদ টি দেখা হয়েছে

বাংলাদেশ এর ইতিহাস বিষয়ক সাধারণ জ্ঞানঃ- প্রশ্ন: কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয়? উত্তরঃ রাজমহলের যুদ্ধে। প্রশ্ন: লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি? উত্তরঃ পরিবিবির মাজার। প্রশ্ন: লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরী করেন ? উত্তরঃ শায়েস্তা খান। প্রশ্ন: পরিবিবি কে ছিলেন ? উত্তরঃ নবাব শায়েস্তার খানের কন্যা। প্রশ্ন: পরিবিবির আমল নাম কি? উত্তরঃ ইরান দুখত। প্রশ্ন: পরিবিবির মৃত্যু হয় কোন সালে? উত্তরঃ ১৬৮৪ সালে। প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর। প্রশ্ন: শায়েস্তা খান কে ছিলেন? উত্তরঃ শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে। প্রশ্ন: শায়েস্তা খানের পূর্ন নাম কি? উত্তরঃ মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান। প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন? উত্তরঃ ১৬৬৪ সালে। প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন? উত্তরঃ ১৬৮০ সালে। প্রশ্ন: শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন? উত্তরঃ মোট ২৪ বছর। প্রশ্ন: শায়েস্তা খান ঢাকায় কোথায় থাকতেন? উত্তরঃ মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে। প্রশ্ন: কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন ? উত্তরঃ ১৬১০ সালে। প্রশ্ন: বাবরের মৃত্যু পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন ? উত্তরঃ নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন। বাংলার ইতিহাসের প্রাচীন যুগ ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ ০১. বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠী দ্রাবিড়। ০২. বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। এদরে ভাষা- অস্ট্রিক। ০৩. আর্যরা এদেশে এসেছে ইরানের ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল হতে। এদের ধর্ম-সনাতন এবং ধর্মগ্রন্থ ছিল বেদ। . ০৪. বাংলার আদি জনপদের অধিবাসীরা- নিষাদ জাতির অন্তর্ভূক্ত। . ০৫. নৃতাত্ত্বিভাবে বাংলাদেশের মানুষ- আদি-অষ্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভূক্ত। . ০৬. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ- মঙ্গোলয়েড। . বাংলার প্রাচীন জনপদ **************************** ০১. বাংলাদেশের প্রাচীন জনপদ-পুন্ড্র(বগুড়া কেন্দ্রিক)। ঢাকা-বঙ্গ, চাঁপাইনবাবগঞ্জ-গৌড়। . ০২. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ বা উত্তর- পশ্চিম বঙ্গ নিয়ে- বরেন্দ্রভূমি গঠিত। . ০৩. বাংলার সর্বপ্রাচীন জনপদ- পুন্ড্র। . ০৪. কুমিল্লা ও নোয়াখালি– সমতট; চট্টগ্রাম, সিলেট- হারিকেল। . ০৫. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত- বর্ধমান। . ০৬. বাংলার প্রাচীন নগর কেন্দ্র/রাজধানী ছিলো- মহাস্থানগড়(পুন্ড্রনগর)। . আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আক্রমন @@@@@@@@@@@@@@@@@@ ০১. আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমন করেন- খ্রিষ্টপূর্ব ৩২৫ অব্দে। . ০২. মহাবীর আলেকজান্ডার মৃত্যুবরন করেন- থেসালোনিকি শহরে। . ০৩. বীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন- এরিস্টটল। *ইতিহাস বিষয়ক সাধারণ জ্ঞান : >গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মান করেন – নূসরত শাহ > গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মান করেন – আলাউদ্দীন হোসেন শাহ > বড় কাটরা কে নির্মান করেন – সুবেদার ইসলাম খান > গ্রান্ড ট্রাঙ্ক রোড কে তৈরী করেন – শেরশাহ > ঘোড়ার ডাকের প্রচলন করেন কে – শেরশাহ > বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করেন – ০৫ ডিসেম্বর ১৯৬৯ সাল > আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে ৩রা জানুয়ারী ১৯৬৮ সালে > কত সালে বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২৩ মার্চ ১৯৫৬ সালে > মুসলীম লীগের প্রস্তাবক কে – নবাব স্যার সলিমুল্লাহ > দ্বিজাতি তত্বের প্রবক্তা কে – মুহম্মদ আলী জিন্নাহ > দ্বিজাতি তত্ব ঘোষনা করা হয় কবে – ১৯৩৯ সালে > লাহোর প্রস্তাব কে কবে ঘোষনা করেন – এ কে ফজলুল হক , ২৩ মার্চ ১৯৪০ > তমুদ্দিন মজলিশ প্রকাশিত পুস্তিকাটির নাম – পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু > মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে > পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল – ১৩৫০ বাংলায় এবং ১৮৪৩ ইং সালে > ঢাকা গেইট কে নির্মান করেন – মীর জুমলা >বাংলার প্রথম স্বাধীন নবাব কে – মুর্শিদকুলী খান >জিজিয়া কর কে রহিত করেন – সম্রাট আকবর >সম্রাট আকবরের সমাধি কোথায় – সেকেন্দ্রায় > কোন মুঘল সম্রাটকে Prince of Builders বলা হয় – সম্রাট শাহজাহানকে > দিল্লীর লাল কেল্লা কে নির্মান করেন – শাজাহান > আইন – ই – আকবরী গ্রন্থটি কার লেখা – আবুল ফজল > বর্গী নামে পরিচিত ছিল কারা – মারাঠারা >“ বিধবা বিবাহ আইন ” প্রচলন করেন কে – লর্ড ডালহৌসী > উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কে – লর্ড ডালহৌসী , ১৮৫৩ সালে > আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন – সৈয়দ আহমেদ খান > উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে – লর্ড ক্যানিং > প্রথম তৈরী শহীদ মিনার কে উন্মোচন করেন – শহীদ শফিউরের পিতা > দোলাই খাল কে খনন করেন – ইসলাম খান > চট্রগ্রাম – এর নাম “ ইসলামাবাদ ” রাখেন কে – শায়েস্তা খান > বাংলায় দ্বৈত শাসন কে রহিত করেন – ওয়ারেন হেস্টিংস >“ দশশালা বন্দোবস্ত ” ( ১৭৯০ ) কে চালু করেন – লর্ড কর্ণওয়ালিস > ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন – নুরুল আমিন > দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় – রেঙ্গুন ( মায়ানমার ) > বাংলার আকবর বলা হয় কাকে – আলাউদ্দিন হোসেন শাহ > বাংলাদেশের মুসলিম সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে – আলাউদ্দিন হোসেন শাহ – উনি চট্রগ্রাম হতে আরাকানদের বিতাড়িত করেন > শাহ মুহম্মদ সগীরকে “ ইউসুফ জোলেখা ” লিখতে পৃষ্ঠপোষকতা করেন কে – গিয়াসউদ্দিন আযম শাহ – তার আমলে চীন থেকে মা – হূয়ান > দূত হিসেবে আসেন > দাম মুদ্রা কে চালু করেন – মুহম্মদ বিন তুঘলক > দিল্লীর কুতুব মিনার কে নির্মান করেন – কুতুব উদ্দীন আইবেক > ইবনে বতুতার প্রকৃত নাম কি – আবু আবদুল্লাহ মুহাম্মদ > সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন – ফেরদৌসি > ইবনে বতুতা কোন দেশ থেকে বাংলায় আসেন – মরক্কো – তিনি ফখরুউদ্দিন মুবারক শাহ এর আমলে বাংলায় আসেন > ইবনে বতুতা বাংলাকে কি বলেছেন – দোযখপুর নিয়ামত > ইবনে বতুতার লেখা গ্রন্থের নাম কি – কিতাবুল রেহালা > সুলতানী আমলে প্রথম নারী শাসক কে ছিলেন – ইলতু ৎমিশের কন্যা সুলতানা রাজিয়া > লক্ষন সেনের সময়ে শ্রেষ্ঠ সভাকবি ছিলেন কে – হলায়ূধ মিশ্র > হযরত শাহ জালাল কোন দেশের অধিবাসী ছিলেন – তুরস্ক – তিনি সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহের আমলে বাংলায় আসেন >বখতিয়ার খলজী কোথায় রাজধানী স্থাপন করেন – গৌড়ে ও দেবকোটে ( দিনাজপুর ) >কে কৌলিণ্য প্রথা চালু করেন – বল্লাল সেন > ইবনে বতুতা কোন শাসকের সময়ে দিল্লীতে আসেন – মুহম্মদ বিন তুঘলক !

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...