1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

।।আগুন লেগে পুড়ে গেছে খুলনা দুদক কার্যালয়ের মূল্যবান ফাইলপত্র।।

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৩২ বার সংবাদ টি দেখা হয়েছে

দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের ৩য় তলায় ৬টি কক্ষে আগুন লেগে ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে। গত বৃহস্পতিবার (০২ জুন) বিকেল পৌনে ছয়টার দিকে ভবনের জানালা হতে ধোয়া বের হতে দেখে পার্শ্ববর্তী দমকল বিভাগের দু’টি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে। তিনি বলেন, ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশীর ভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিল। হঠাৎ ৩য় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে পাশেই দমকল বিভাগে খবর দেয়া হয়।
দমকল বিভাগ দরজার তালা এবং জানালার কাচঁ ভেঙ্গে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুদকের পরিচালক মন্জুর মোরশেদ এবং উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ দু’জনই শিক্ষা সফরে দেশের বাইরে রয়েছেন।
দমকল বিভাগের সদস্য আজিজুর রহমান জানান, ৬টা কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। দমকল বিভাগ দ্রুত আসায় আগুন ছড়াতে পারেনি।

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...