1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন

।।শ্যামনগর থানা পুলিশের নিয়মিত অভিযানঃ ফেনসিডিল, ইয়াবা,শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ ৩ জন্য আটক।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৭ বার সংবাদটি দেখা হয়েছে।

।।শ্যামনগর থানা পুলিশের নিয়মিত অভিযানঃ ফেন্সিডিল, ইয়াবা,শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ ৩জন আটক।।

☞শ্যামনগর থেকে জি এম মাছুম বিল্লাহ

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশের নিয়মিত অভিযানে পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)মহোদয়ের দিকনির্দেশনায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদার নেতৃত্বে গতকাল রাতে অভিযান চালিয়ে এসআই মামুন ও এসআই বেলাল হোসেন ১০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান গাজী (৩৫) পিতা মৃত ওয়াজেদ আলী গাজী সাং কাটুনিয়া থানা কালিগঞ্জ জেলা সাতক্ষীরাকে গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করা হয়।

পুলিশ পরিদর্শক মোঃ ইয়াছিন আলম চৌধুরীর অভিযানে শিশু ও নারী নির্যাতনের নিয়মিত মামলার আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬) পিতাঃ মোঃ রফিকুল ইসলাম মোল্লা সাং সোরা থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা কে গ্রেপ্তার করেন। অন্য এক অভিযানে এসআই খবির হোসেন মাদক মামলার আসামি মোঃ বাবলু রহমান ওরফে বাবলু ডাক্তার (৪৮) পিতা-মৃত মান্দার গাজী সাং টেংরাখালি, মীরগাং থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা কে গ্রেপ্তার করেন। এ বিষয়ে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ইয়াছিন আলম চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি বলেন, অদ্য ২০/০২/২০২০ তাং বৃহস্পতিবার তিন জন আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পাদ করা হয়।তিনি আরো বলেন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ