(গতকালের পর)
১০৪. প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে ? উত্তরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১০৫. প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস কি? উত্তরঃ এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিস্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়। ১০৬. প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান কি? উত্তরঃ এবারের বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ এর প্রতিপাদ্য “Go Wild for Life ”যার বাংলা ভাবানুবাদ “বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাচাঁয় দেশ।” ১০৭. প্রশ্নঃ বিশ্ব ব্রেইন টিউমার দিবস কবে? উত্তরঃ ৮ জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস। ১০৮. প্রশ্নঃ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস কবে? উত্তরঃ ১২ ই জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ১০৯. প্রশ্নঃ বিশ্ব রক্তদাতা দিবস কবে? উত্তরঃ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ১১০. প্রশ্নঃ বিশ্ব মরুময়তা দিবস কবে? উত্তরঃ ১৭ জুন বিশ্ব মরুময়তা দিবস। ১১১. প্রশ্নঃ বিশ্ব সঙ্গীত দিবস কবে পালিত হয়? উত্তরঃ ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস। ১১২. প্রশ্নঃ বিশ্ব শিশু দিবস কত তারিখ ? উত্তরঃ ১ জুন ১১৩. প্রশ্নঃ বিশ্ব শিশু অধিকার দিবস কত তারিখ ? উত্তরঃ ১ জুন ১১৪. প্রশ্নঃ মহাদেশ কাকে বলে ? উত্তরঃ একই অঞ্চলে অবস্থিত কতগুলো দেশ নিয়ে মহাদেশ গঠিত। ১১৫. প্রশ্নঃ সোয়াত উপত্যকা কোন দেশে অবস্থিত? উত্তরঃ পাকিস্তান ১১৬. প্রশ্নঃ পৃথিবীতে মোট স্থলবেষ্টিত দেশের সংখ্যা কত? উত্তরঃ স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ যাদের নিজস্ব কোন সমুদ্র বন্দর নেই। ১১৭. প্রশ্নঃ এশিয়া মহাদেশে মোট কয়টি স্থলবেষ্টিত দেশ রয়েছে? উত্তরঃ ১০ টি ১১৮. প্রশ্নঃ এশিয়া মহাদেশের স্থলবেষ্টিত দেশ কোনটি? উত্তরঃ নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজাখস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। ১১৯. প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী? উত্তরঃ ওশেনিয়া ১২০. প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি? উত্তরঃ ৫টি ১২১. প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী? উত্তরঃ প্রশান্ত মহাসাগর ১২২. প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কী? উত্তরঃ দক্ষিণ মহাসাগর ১২৩. প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি? উত্তরঃ লুক্সেমবার্গ ১২৪. প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ কোনটি? উত্তরঃ মোজাম্বিক ১২৫. প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনে কত বছর ছিল? উত্তরঃ ৩৪২ বছর ১২৬. প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী? উত্তরঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ১২৭. প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টের নাম কী? উত্তরঃ ডি ক্লার্ক ১২৮. প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় কত সালে? উত্তরঃ ১৯৬৪ সালে ১২৯. প্রশ্নঃ মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কখন? উত্তরঃ ১৯৫৬ সালে ১৩০. প্রশ্নঃ পোর্ট সৈয়দ কোন দেশের সমুদ্রবন্দর? উত্তরঃ মিশরের ১৩১. প্রশ্নঃ আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? উত্তরঃ মিসরে ১৩২. প্রশ্নঃ বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি? উত্তরঃ দক্ষিণ সুদান ১৩৩. প্রশ্নঃ হিটলারের জন্ম কোথায়? উত্তরঃ অস্ট্রিয়ায় ১৩৪. প্রশ্নঃ রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? উত্তরঃ ভ্লাদিভস্টক ১৩৫. প্রশ্নঃ বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদন দেশ কোনটি? উত্তরঃ রাশিয়া ১৩৬. প্রশ্নঃ কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? উত্তরঃ রাশিয়ার ১৩৭. প্রশ্নঃ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় কখন? উত্তরঃ ১৯৯১ সালে ১৩৮. প্রশ্নঃ লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল কখন? উত্তরঃ ১৯১৭ সালে ১৩৯. প্রশ্নঃ রুশ বিপ্লবের মেয়াদকাল কতদিন ছিল? উত্তরঃ ১০ দিন ১৪০. প্রশ্নঃ গ্লাসনস্তনীতি চালু হয়েছিল কোন দেশে? উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৪১. প্রশ্নঃ ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? উত্তরঃ লন্ডন ১৪২. প্রশ্নঃ ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে কী বলা হয়? উত্তরঃ হোয়াইট হল ১৪৩. প্রশ্নঃ কোন দেশের সংবিধান অলিখিত? উত্তরঃ যুক্তরাজ্য ১৪৪. প্রশ্নঃ ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? উত্তরঃ ব্রিটেনের ১৪৫. প্রশ্নঃ বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কোন দেশে? উত্তরঃ ইংল্যান্ডে ১৪৬. প্রশ্নঃ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছিলেন কত বছর? উত্তরঃ ১১ বছর ১৪৭. প্রশ্নঃ পলমল কী? উত্তরঃ লন্ডনের একটি রাজপথের নাম। ১৪৮. প্রশ্নঃ ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম কী? উত্তরঃ ওয়েস্ট মিনিস্টার প্যালেস ১৪৯. প্রশ্নঃ ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়? উত্তরঃ সেন্ট হেলেনা দ্বীপে ১৫০. প্রশ্নঃ আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিসে ১৫১. প্রশ্নঃ প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কোথায়? উত্তরঃ প্যারিসে ১৫২. প্রশ্নঃ ফ্রান্সের লৌহমানবী নামে পরিচিত কে? উত্তরঃ মিসেল আলিওমারি ১৫৩. প্রশ্নঃ বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? উত্তরঃ ইতালির ১৫৪. প্রশ্নঃ হিটলারের দলের নাম কী? উত্তরঃ জার্মান ফ্যাসীবাদ দল ১৫৫. প্রশ্নঃ বার্লিন প্রাচীর তৈরি করেছিল কোন দেশ? উত্তরঃ সাবেক পূর্ব জার্মানি ১৫৬. প্রশ্নঃ বার্লিনের দেওয়াল নির্মিত হয়েছিল কখন? উত্তরঃ ১৯৬১ সালে ১৫৭. প্রশ্নঃ বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ আফ্রিকা ১৫৮. প্রশ্নঃ লিবিয়া কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ আফ্রিকা ১৫৯. প্রশ্নঃ সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ আফ্রিকা ১৬০. প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? উত্তরঃ সেনেগাল ১৬১. প্রশ্নঃ মিশর কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ আফ্রিকা ১৬২. প্রশ্নঃ লোকসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি? উত্তরঃ টোকিও ( জাপান )। ১৬৩. প্রশ্নঃ জাপানের বৃহত্তম দ্বীপের নাম কী? উত্তরঃ হনসু ( ২,৩১,০০০ ) বর্গকিমি। ১৬৪. প্রশ্নঃ প্রথম আণবিক বোমা ফেলা হয় কোন দেশে? উত্তরঃ জাপানে ১৬৫. প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল কখন? উত্তরঃ ১৯৪৫ সালের আগস্ট মাসে। ১৬৬. প্রশ্নঃ পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি? উত্তরঃ জাপান ১৬৭. প্রশ্নঃ কোন দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে? উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ ১৬৮. প্রশ্নঃ স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত? উত্তরঃ নাগাসাকিতে ১৬৯. প্রশ্নঃ বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? উত্তরঃ জাপান ১৭০. প্রশ্নঃ কোন দেশটির সার্বভৌমত্ব নেই? উত্তরঃ ফিলিস্তিনের ১৭১. প্রশ্নঃ কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? উত্তরঃ ভারত ১৭২. প্রশ্নঃ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তরঃ ১৯৪৮ সালে ১৭৩. প্রশ্নঃ ফালুজা শহর কোন দেশে অবস্থিত? উত্তরঃ ইরাকে ১৭৪. প্রশ্নঃ কারবালা বর্তমানে কোথায় অবস্থিত? উত্তরঃ ইরাকে ১৭৫. প্রশ্নঃ আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? উত্তরঃ ইরান ১৭৬. প্রশ্নঃ ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে? উত্তরঃ রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। ১৭৭. প্রশ্নঃ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় কখন? উত্তরঃ ১৯৪৫ সালে ১৭৮. প্রশ্নঃ নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন? উত্তরঃ ২০০১ সালে ১৭৯. প্রশ্নঃ নেপালি কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট কে? উত্তরঃ সুশীল কৈরালা ১৮০. প্রশ্নঃ নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? উত্তরঃ রাজা জ্ঞানেন্দ্র ১৮১. প্রশ্নঃ ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী? উত্তরঃ ভলগা ১৮২. প্রশ্নঃ বেলারুশের রাজধানীর নাম কী? উত্তরঃ মিনস্ক ১৮৩. প্রশ্নঃ রোমানিয়ার রাজধানীর নাম কী? উত্তরঃ বুখারেস্ট ১৮৪. প্রশ্নঃ একনায়ক চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? উত্তরঃ রোমানিয়ার ১৮৫. প্রশ্নঃ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় কখন? উত্তরঃ ১৯৯১ সালে ১৮৬. প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে? উত্তরঃ রাশিয়াকে ১৮৭. প্রশ্নঃ ভলভো কোন দেশের গাড়ি? উত্তরঃ সুইডেনের ১৮৮. প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে? উত্তরঃ রাশিয়াকে ১৮৯. প্রশ্নঃ ভলভো কোন দেশের গাড়ি? উত্তরঃ সুইডেনের ১৯০. প্রশ্নঃ সুইডেনের মুদ্রার নাম কী? উত্তরঃ ক্রোনা।
(অধ্যায়-০৩ আগামীকাল প্রকাশিত হবে)
Leave a Reply