1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

?মুখ দিয়ে পাতা উল্টিয়ে ৪ বছরে কোরআনে হাফেজ হলেন সৌদিয়ার আল-ওদায়ীক?

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৬৩৮ বার সংবাদ টি দেখা হয়েছে

?মুখ দিয়ে পাতা উল্টিয়ে ৪ বছরে কোরআনে হাফেজ হলেন সৌদিয়ার তারিক আল-ওদায়ীক?
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি ৩৫ বছর বয়সী তারিক আল-ওদায়ীকে। অদম্য স্পৃহায় ৪ বছরে কোরআনে হাফেজ হয়েছেন তিনি। হাত-পা নেই এর পরও মুখ দিয়ে আল-কোরআনের পাতা উল্টিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তারিক।

সৌদি আরবের আসির প্রদেশের সিরাহ ওবাইদা শহরের ৩৫ বছর বয়সী এই তারিক আল-ওদায়ীর বাসায় গিয়ে তার শিক্ষক পবিত্র কোরআন তেলাওয়াত ও হেফজ প্রশিক্ষণ দিতেন।

হাত এবং পা বিহীন এই তারিক পেটে ভর করে পথ চলেন। তিনি পেশী ক্ষয়িষ্ণুতায় ভুগছেন। কঠিন রোগে ভোগেও তিনি ৩০ পারা কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

এছাড়াও তারিক টেলিফোন এবং কম্পিউটার চালানো শিখেছেন ও সামাজিক নেটওয়ার্কেও তিনি সক্রিয় রয়েছেন। বিভিন্ন আলেমদের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখেন বলে জানা গেছে।

সৌদি আরবের আসির প্রদেশের কোরআন হেফজ সেন্টারের সহযোগিতায় নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে তিনি ৪ বছরে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

সূত্র: ইকনা

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...