??বাংলাদেশ পরিচিতিঃ-??
১। বাংলাদেশের সরকারী নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
২। বাংলাদেশের চারিদিকে ভারতের কয়টি রাজ্য- পাঁচটি।
৩। বাংলাদেশে অধিকাংশ পাহাড় গঠিত হয়- টারশিয়ারীযুগে।
৪। বাংলাদেশের বিভাগ- ৭টি (মন্ত্রীসভা অনুযায়ী)। ৫। বাংলাদেশের মোট উপজেলা- ৪৮৩ টি
৬। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩
৭। বাংলাদেশের উপর দিয়ে পতিত – কর্কটক্রান্তি বা ট্রপিক অব ক্যান্সার রেখা।
৮। বাংলাদেশের মোট সীমারেখা ৫,১৩৮ কি.মি।
৯। বাংলাদেশ মায়ানমার সীমান্ত- ২৮৩ কিঃমিঃ বা ১৭৬ মাইল।
১০। বাংলাদেশের সমুদ্র উপকুলের সীমা দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
১১। কক্সবাজারের সমুদ্র সীমার দৈর্ঘ্য- ১৫৫ কি:মি:। (পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত)
১২। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা- ২০০ ন্যাটিক্যাল মাইল।
১৩। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা রেখা- ১২ ন্যাটিকেল মাইল।
১৪। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি- ১৬ই মে, ১৯৭৪ সালে। (ইন্দিরা-মুজিব চুক্তি নামেও পরিচিত)।
১৫। বাংলাদেশের সাথে ভারতের অমিমাংসিত সীমান্ত- ৬.৫ কি:মি:।
১৬। সোয়াস অব নো গ্রাউন্ড’ খাদটি – বঙ্গোপসাগরে অবস্থিত।
১৭। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে ভারতের একটি রাজ্যের নাম- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ১৮। বাংলাদেশ ও আন্দামান দ্বীপপুঞ্জ এর মধ্যবর্তী স্থান- ১০০ চ্যানেল নামে পরিচিত।
১৯। সমুদ্র পৃষ্ঠ থেকে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতর জেলা- দিনাজপুর। (37.50মি.)
২০। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ।
২১। বাংলাদেশ সৃষ্টির পূর্বে এটি ছিল বঙ্গখাত বা Bango-Basin.
২২। বাংলাদেশের সর্ব উত্তরে জেলা- পঞ্চগড়।
২৩। দক্ষিণের জেলা- কক্সবাজার।
২৪। বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে? উত্তর: ৬৪ টি [প্রস্থাবিত, ভৈরব জেলা ছাড়া।]
২৫। বাংলাদেশে উপকূলীয় জেলা কতটি? উত্তর: ১৯ টি।
বাংলাদেশের জনসংখ্যাঃ
১। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২
২। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব- ৯৯০জন ।
৩। দারিদ্র সীমার নিচে বসবাসকারী- ৪০%
৪। বাংলাদেশের সবচেয়ে বেশি ও কম দারিদ্র বাস করে- কুষ্টিয়া।
৫। বাংলাদেশের অবস্থান জনসংখ্যায়-বিশ্বে- ৭ম।
৬। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা- বান্দরবন।
৭। আয়তনে বাংলাদেশ বিশ্বে- ৯১ তম।
৮। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে- জ্যামিতিক হারে।
৯। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি- ২০তম ।
১০। বাংলাদেশে কিশোর অপরাধ (৭-১৬ বছর) কেন্দ্র অবস্থিত- গাজীপুর জেলার টঙ্গীতে।
১১। বাংলাদেশ কিশোরী সংশোধণ কেন্দ্র- গাজীপুরের কোণাবাড়িতে।
১২। বাংলাদেশ মোট উপজাতি- ৪৫ টি ।
১৩। চাকমাদের বর্ষবরণকে বলা হয়- বিছু।
১৪। কোন উপজাতিরা মুসলমান- পাঙন উপজাতি। ১৫। বৈসাবি হচ্ছে- পাহাড়ি উপজাতিদের বর্ষবরণ। ১৬। মৌয়ালীরা বাস করে- সুন্দরবনে।
১৭। রাখাইনরা বাস করে- পটুয়াখালী।
Leave a Reply