1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

??বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা??

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৬২৫ বার সংবাদ টি দেখা হয়েছে

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাঃ-

১। মোট জনসংখ্যা- ১৫.৯৯ কোটি।  

২। জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%  

৩। গড় আয়ুষ্কাল – ৭০.৭ বছর।  

৪। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি. – ১০৬৩ জন ।

৫। মাথাপিছু আয়- ১৪৬৬ মার্কিন ডলার  

৬। সাক্ষরতার হার ৭+ বছর- ৬২.৩%  

৭। দারিদ্র্যের নিম্নসীমা – ১২.৯%  

৮। দারিদ্র্যের উর্দ্ধসীমা- ২৪.৮%  

৯। মোট ব্যাংক- ৬৪ টি।  

১০। তফসিলিভূক্ত ব্যাংক- ৫৭ টি  

১১। সর্বশেষ তফসিলিভূক্ত ব্যাংক- সীমান্ত ব্যাংক ১২। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান- ৩৩ টি  

১৩। বিদ্যুৎ এর আওতাভুক্ত জনগন- ৭৫%  

১৪। মাথাপিছু বিদ্যুৎ উৎপদনের পরিমান-৩৭১ কিলো-ওয়াট-ঘন্টা  

১৫। মোট গ্যাসক্ষেত্র- ২৬ টি।  

১৬। প্রকৃতিক গ্যাস দেশের মোট – জ্বালানীর ৭৪% ১৭। জিডিপি প্রবৃদ্ধির হার- ৭.২%  

১৮। মূল্যস্ফিতি হার- ৫.৮%  

১৯। বিদেশি বাণিজ্যিক ব্যাংক- ৯ টি।  

২০। মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে – চতুর্থ। ২১। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে- পঞ্চম। ২২। বিসিক শিল্পনগরী- ৭৪ টি।  

২৩। সার কারখানা- ৮ টি।  

২৪। পেপার মিল- ১ টি  

২৫। সিমেন্ট কারখানা- ১ টি।  

২৬। হার্ডবোর্ড মিল- ১ টি।  

২৭। চিনিকল- ১৫ টি  

২৮। রাবার বাগান- ১৭ টি  

২৯। পাটকল-১৪৬ টি  

৩০। সূতা কল- ৯৬ টি  

৩১। সরকারি ইপিজেড- ৮ টি  

৩২। উৎপাদিত ঔষধ দেশের চাহিদা মেটায়- ৯৮ ৩৩। বিদেশে ঔষধ রপ্তানিকারক প্রতিষ্ঠান- ৪৬টি ৩৪। বাংলাদেশ ঔষধ রপ্তানি করে বিশ্বের- ১১৩ টি দেশে  

৩৫। আন্তর্জাতিক বিমানবন্দর- ৩ টি।  

৩৬। অভ্যন্তরিন বিমানবন্দর – ৭ টি।  

৩৭। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অভ্যন্তরীন রুট- ৭ টি, আন্তর্জাতিক রুট -১৫টি।  

৩৮। সাফারি পার্ক- ২ টি।  

৩৯। জাতীয় উদ্যান- ১৭ টি  

৪০। সরকারি বিশ্ববিদ্যালয় – ৩৮ টি  

৪১। বেসরকারি বিশ্ববিদ্যালয় – ৯৫ টি  

৪২। বন্যপ্রাণী অভয়ারন্য- ২০ টি।

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...