1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন

✪এই মাত্র পাওয়া সংবাদ✪ব্রেকিং নিউজঃঢাবি শিক্ষার্থী ধর্ষণের শিকার(ভিডিও)📽

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৪৮৯ বার সংবাদটি দেখা হয়েছে।

✪এই মাত্র পাওয়া সংবাদ✪ব্রেকিং নিউজঃ ঢাবি শিক্ষার্থী ধর্ষণের শিকার ( ভিডিও)📽
।।দিঘলিয়া ওয়েব ব্লগ ব্রেকিং নিউজ।।
রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে নামার পর দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসাধীন রয়েছেন।

☞ভিডিও দেখতে🎥ক্লিক করুন

জানা যায়, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।

পরে তার ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি যোগে নিজ গন্তব্যে পৌঁছালে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়। রাতে তাকে হাসপাতালে দেখতে গেছেন ঢাবি প্রক্টোরিয়াল বডি কয়েক জন শিক্ষক ।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ