✒বড়লেখা ইত্তেফাক?প্রতিনিধি তপন কুমার দাসের জন্মদিনে নিসচা’র ফুলেল শুভেচ্ছা?
।।দিঘলিয়া ওয়েব ব্লগঃঃঅনুসন্ধা টিম।।
মৌলভীবাজারের বড়লেখা ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাসের জন্মদিনে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে মিষ্টি মুখ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ৫ জানুয়ারী রোজ রবিবার বড়লেখা মিডিয়া সেন্টারে মিষ্টি মুখ ও ফুলেল শুভেচ্ছা জানান নিসচা বড়লেখা উপজেলা নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল চন্দ্র দত্ত বাবু,পৃষ্টপোষক সাংবাদিক সুলতান আহমদ খলিল, কার্যকরী কমিটির আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন,যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, সদস্য সচিব আইনুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম শিরুল, গোলাম কিবরিয়া, কেফায়েত উল্লাহ, রমা কান্ত দাস, আলী হোসেন, আহমেদ নুমান সহ প্রমুখ।
বড়লেখা ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক তপন কুমার দাস নিসচা বড়লেখা উপজেলা’র কার্যক্রমে প্রশংসা করেন এবং নিসচা’কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply