বিষয় ॥ পদার্থবিজ্ঞান
মোঃ মাসুদ খান
প্রধান শিক্ষক
ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ
ডেমরা, ঢাকা।
ই-মেইল: mashud.khan.dpsc@gmail.com
অধ্যায় – ৩ ॥ বল
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
০১। বল কাকে বলে?
উত্তর : যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
০২। জড়তা কাকে বলে?
উত্তর : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে। ০৩। কীসের সাহায্যে বস্তুর জড়তা পরিমাপ করা হয়?
উত্তর : ভরের সাহায্যে
০৪। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়?
উত্তর : বল ও জড়তা
০৫। ভরবেগ কাকে বলে?
উত্তর : ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।
০৬। গতি জড়তা কাকে বলে?
উত্তর : গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে।
০৭। কোনো বস্তুর জড়তা কীসের উপর নির্ভর করে?
উত্তর : বস্তুর ভরের উপর
০৮। জড়তা কয় প্রকার?
উত্তর : ২ প্রকার
০৯। নিউটনের গতিবিষয়ক কোন সূত্রকে জড়তার সূত্র বলা হয়?
উত্তর : প্রথম সূত্রকে
১০। নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে?
উত্তর : জড়তা
১১। নিউটনের কোন সূত্রের সাহায্যে আমরা চলাফেরা করি?
উত্তর : ৩য় সূত্রের সাহায্যে
১২। কত সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা’তে গতির সূত্র তিনটি প্রকাশ করেন?
উত্তর : ১৬৮৭ সালে
১৩। বল কোন ধরনের রাশি?
উত্তর : ভেক্টর রাশি
১৪। চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কোন জড়তার কারণে?
উত্তর : গতি জড়তার কারণে
১৫। স্থিতি জড়তা কাকে বলে?
উত্তর : স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতি জড়তা বলে।
১৬। নিউটনের ১ম গতিসূত্রের সাথে সম্পর্কিত কোন বিষয়গুলো?
উত্তর : বল ও জড়তা
১৭। নিউটনের কোন সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়?
উত্তর : নিউটনের গতিবিষয়ক ১ম সূত্র থেকে
১৮। সাইকেলে প্যাডেল দেওয়া বন্ধ করলে সাইকেল সাথে সাথে থেমে যায় না কেন?
উত্তর : গতি জড়তার কারণে
১৯। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ার কারণ কী?
উত্তর : স্থিতি জড়তার কারণে
২০। ভরের একক কী?
উত্তর : কিলোগ্রাম (শম)
২১। চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে কী হবে?
উত্তর : যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে
২২। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি?
উত্তর : ৪টি
২৩। বেশি দুর্বলতম বলের নাম কী?
উত্তর : মহাকর্ষ বল
২৪। সাম্য বল কাকে বলে?
উত্তর : কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে সাম্য বল বলে।
২৫। আমাদের ওজন কোন বলের ফল?
উত্তর : মহাকর্ষ বল
Leave a Reply