1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন

✒এইচএসসি পরীক্ষা-২০২০✒

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫৪ বার সংবাদটি দেখা হয়েছে।

✒এইচএসসি পরীক্ষা-২০২০
Grammar -এর গুরুত্বপূর্ণ বিষয় Modifier✒

ইংরেজি

এম এ হামিদ খান, প্রভাষক, ইংরেজি

ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা English Grammar -এর গুরুত্বপূর্ণ বিষয়Modifier নিয়ে আলোচনা করছি।

তোমরা জান যে, Modifier এর সাথে DeterminerএবংArticle এর সম্পর্ক রয়েছে।

Modifier এবং এর ব্যবহার

যে Word বা Phrase Noun বা Noun Phraseএর পূর্বে অথবা পরে বসে উক্ত Noun বা Noun Phrase কে Modify করে অর্থাত্ অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে Modifier বলে। Modifier মূলতঃ Sentence এর মধ্যে Adjectiveএর কাজ করে। যেমন:

(i) Ritu is an intelligent girl.

(ii) The boy playing in the field is strong.

এখানে ১ম Sentence এ intelligent, girl এর পূর্বে বসেgirl (noun) – কে Modify করেছে এবং দ্বিতীয় Sentence এ playing in the field phrase টি boy Noun টিরপরে বসে উক্ত Noun কে Modify করেছে। তাই ১ম Sentence এ intelligent (Pre-modifier).

২য় Sentence এ playing in the field (Post modifier).

Different types of pre modifier

1. Adjective as Premodifier: এক্ষেত্রেAdjective Noun বাNoun Phrase এর পূর্বে Pre-modifier এর কাজ করে।

Example:

(i) It is a unique chance.

(ii) Our country needs many honest workers.

2. Participle as Pre modifier: Participle সবসময় adjectiveএর কাজ করে। আবারadjective সর্বদাই Noun বা Noun Phrase কে Modify করে। Participle (Present অথবাPast) যখন Noun এর পূর্বে বসে তখন তা Pre-modifier এবং Participle যখন Noun এর পরে বসে তখন তা Post-modifier.

Example: Present Participle:

(i) A barking dog seldom bites.

(ii) It is a burning question.

Past Participle হিসাবে:

(i) An educated man is respected by all.

(ii) We should n’t drink polluted water.

3. Noun as pre modifier: অনেক সময়Noun ও Noun কে Modify করে। দু’টি Noun পাশাপাশি বসে প্রথম Nounটি দ্বিতীয় Noun কে Modify করে অর্থাত্ Noun হলেও adjective এর মতো কাজ করে। (একে Nounadjective বলে)

Example:

(i) A boat race is always interesting.

(ii) A train journey is pleasant.

4. Noun Adjective as pre modifier: এক্ষেত্রেও দু’টি Nounপাশাপাশি বসে। তবে প্রথমNounটির পূর্বে একটি adjective থাকে।

Example: (i) Dhanbari is a busy bus station.

(ii) Mr. Hamid is a favorite English teacher.

5. Determiner as Pre modifier: Determiner অর্থাত্ Article (a, an, the) Demonstrative এবং (this, that, these, those) pre modifier হিসাবে ব্যবহূত হয়েছে।

Example:

(i) The Padma is a big river.

(ii) I bought this book yesterday.

6. Quantifiers as pre modifier:

Example: (i) He has much money.

(ii) Give me a little rice.

7. Possessive as pre modifier: এক্ষেত্রে Possessive (my, our, your, their, her, his) Noun এর পূর্বে বসে Pre modifier হিসাবেকাজকরে। Example:

(i) My brother has gone to Japan.

(ii) Her face looks nice.

8. Adverb as pre modifier:Example:

(i) He looks very handsome.

(ii) The down train will leave now.

আজ এ পর্যন্ত-পরবর্তী আরো নতুন কিছু লেখা নিয়ে হাজির হবো-ধন্যবাদ সকলকে।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ