1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন

☞মোবাইল নম্বর গোপন রেখে ফোন করার উপায়!!!

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৭৩ বার সংবাদটি দেখা হয়েছে।

☞মোবাইল নম্বর গোপন রেখে ফোন করার উপায়!!!

⇨সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন

ফোন করবেন, কথা বললেন অথচ আপনার নম্বরটি রিসিভারের কাছে থাকবে না। যাকে বলে ম্যাজিক।

তবে কীভাবে? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? কী করে এটা সম্ভব?

সবই সম্ভব, তো অ্যাপসের কেরামতি। নানা ধরনের অ্যাপ অবশ্য আগে থেকেই রয়েছে। তবে সেগুলো ব্যবহার করার জন্য একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয়। কিন্তু এখন আর এসব ঝামেলা নেই। জেনে নিন, কীভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায়- এমনটাই জানা গেছে কলকাতা 24-এ।

Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker-

এসব অ্যাপের সাহায্যে কাউকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে।এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় Tracebust অ্যাপ। তবে প্রাথমিকভাবে এর ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে। কিন্তু পরবর্তীতে ব্যবহারের জন্য টাকা দিয়ে কিনতে হবে।

❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎

☞বিঃদ্রঃ-অসৎ কাজের উদ্দেশ্যে এধরনের অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকুন!!!

(চলবে)

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ