1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ অপরাহ্ন

☞আপনার Android মোবাইলে চার্জ কম থাকে, ৮টি মেগা টিপস!!!

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫০৪ বার সংবাদটি দেখা হয়েছে।

☞আপনার Android মোবাইলে চার্জ কম থাকে, ৮ টি মেগা টিপস!!!

⇨সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন

১. Live wallpaper ব্যবহার করবেন না।

২. মোবাইলে Homesceen এ বেশি widgets ব্যবহার করবেন না ।

৩. চার্জ 25 এর কম হলে চার্জ দিবেন।

৪. কখনো চার্জ দিয়ে মোবাইল চালাবেন না ,তাহলে মোবাইলের ব্যাটারির উপর প্রভাব পড়বে। আর কখনওই একবারে চার্জ শেষ করবেন না বা অতিরিক্ত চার্জ দিবেন না নাহলে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়বে ।

৫. আপনার ডাউনলোড করা apps গুলো যদি রানিং এ থাকে তাহলে তাহলে সেগুলো স্টপ করবেন,যেভাবে করবেন : settings > Application > running Application… আর মোবাইলের কিছু অপ্রয়োজনীয় apps running এ থাকলে সেগুলো ও স্টপ করে দিবেন এতে কোন সমস্যা হবে না । হলে মোবাইল অপ করে অন করবেন তাহলেই ঠিক হয়ে যাবে ।

৬. কখনওই কোন apps কে হোম বাটন টিপ দিয়ে বের হবেন না ।তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকবে। আপনি exit করে বের হবেন।

৭. মোবাইলের স্ক্রিন উজ্জ্বলতা কমিয়ে রাখবেন।

৮. ওয়াইফাই, অটো রোটেশন, ব্লুতুথ সবসময় অন না রাখাই ভালো।

এভাবে নিয়ম মেনে চললে আপনি আপনার মোবাইলে চার্জ বাঁচাতে পারবেন, ফলে সেটি বেশিক্ষন টিকে থাকবে।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ