মজার বিজ্ঞান ৫ম পর্ব
চেইন বা জিপারের আসল আবিস্কর্তা ছিলেন এলিয়াস হাওয়ে। বাদুররা আসতানা ছেড়ে সবসময় বাম দিকে উড়াল দেয় । বই এর ইংরেজি শব্দ বুক এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে । একসময় চাইনিজরা কাগজ বানাতে রেশমি সুতা ব্যবহার করত । নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী । এর জিহ্বা একটা হাতির মতো লম্বা এবং এর হৃদযন্ত্র একটা গাড়ির সমান । পানি ছাড়া ইদুর উটের তুলনায় বেশিক্ষন টিকতে সক্ষম । আমরা যেসকল পোকাকে আলোর প্রতি আকৃষ্ট বলে মনে করি, প্রকৃতপক্ষে ব্যাপারটি তা নয়, এসব পোকা আসলে বাল্বের অন্ধকারতম জায়গাটির খোঁজ করতে থাকে । বাদুর প্রায় ৯০০ ধরনের হয়ে থাকে, তাদের মধ্যে রক্তচোষা বাদুরের দাত সবচেয়ে কম । ব্যাঙের সবচেয়ে বড় জাতটির নাম গোলিয়া । প্রায় শত বছর আগে চিনারা রকেট তৈরি করে , যা দেখতে তীরের মতো । প্রথম চাকা তৈরি করে সুমেরীয়রা, ৩৪৫০ বি.সি । প্রথম লেখার ও আবিস্কার করে সুমেরীয়রা । পেন্সিলে রবার যোগ করার ধারণা আসে প্রথম জোসেফ রিচেনডর্ফার এর কাছ থেকে । দাবা খেলাটি ভারতে আবিস্কৃত হয় । চিঠিতে জিপ কোডের ব্যবহার আমেরিকার ডাকবিভাগের দ্বারা শুরু হয় ১৯৬৩ সালে । হাঙরের চামড়াকে একসময় সিরিশ কাগজ হিসেবে ব্যবহার করা হতো ।
Leave a Reply