বাংলাদেশে প্রথম
১. প্রশ্ন : বাংলাদেশে প্রথম নোবেল বিজয়ী কে?- ড. মুহম্মদ ইউনুস। ২. প্রশ্ন : বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীকোনটি?- বিএনএস পদ্মা। ৩. প্রশ্ন : কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?- ২ মার্চ ১৯৭১। ৪. প্রশ্ন : কবে প্রথম বাংলাদেশের মুদ্রা চালু হয়?- ৪ মার্চ ১৯৭২। ৫. প্রশ্ন : কবে প্রথম বাংলাদেশের বিমান চালু হয়?- ৪ ফেব্রুয়ারি ১৯৭২। ৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?- ঢাকা বিশ্ববিদ্যালয়। ৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?- বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস। ৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ছায়াছবি কোনটি?- মুখ ও মুখোশ (১৯৫৬)। ৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান কে?- এ কে খন্দকার। ১০. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী পাইলট কে?- কানিজ ফাতেমা রোকসানা। ১১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ কোনটি?- বাংলার দূত। ১২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী উপাচার্য কে?- ফারজানা ইসলাম। ১৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে?- মুসা ইব্রাহিম। ১৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী কে?- নিশাত মজুমদার। ১৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি?- শিরিন শারমিন চৌধুরী। ১৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে?- জেনারেল এমএজি ওসমানী। ১৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক কে?-শিল্পাচার্য জয়নুল আবেদীন। ১৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?- মাগুড়া। ১৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামটি কোথায়?-ঠাকুরগাঁও জেলার সালন্দ
Leave a Reply