1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন

ইতিহাস ও ভূগোল

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫২৯ বার সংবাদটি দেখা হয়েছে।

ইতিহাস ও ভূগোল

☞ইতিহাসঃ

  ১। অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কী ?     মঝঝিমবামধ্যপন্থা। ২। আর্যসত্য সম্বন্ধে কে বলেছিলেন ?      বুদ্ধদেব। ৩। জৈন ধর্মের মূলনীতি কী ?      অহিংসা । ৪। প্রথম জৈন গ্রন্থের নাম কী ?     নামকল্পসূত্র। ৫। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?      দ্বাদশ অঙ্গ। ৬। তীর্থঙ্কর শব্দের অর্থ কী ?       জৈনদের প্রধান ধর্মগুরুর নামতীর্থঙ্কর। ৭। পার্শ্বনাথ কে ছিলেন ?      জৈনদের তেইশতম তীর্থঙ্কর। ৮। সর্বপ্রথম তীর্থঙ্করের নাম কী ?      ঋষভদেববাআদিনাথ। ৯। জৈনদের শেষ তীর্থঙ্করের নাম কী ?      মহাবীর( চব্বিশতম তীর্থঙ্কর ) । ১০। জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম কী ?        শ্বেতাম্বরওদিগম্বর। ১১। নিগম কথার অর্থ কী ?        বণিকসংঘ ১২। অশোক কবে সিংহাসনে বসেন ?        অশোকখ্রিষ্টপূর্ব ২৭৩অব্দে । ১৩। আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ?        গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন । ১৪। মহাজন শব্দের অর্থ কী ?        অর্থবৃহত রাজ্য। ১৫। ষোড়শ মহাজনপদ কাকে বলা হত ?        খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে সমগ্র ভারতে যে ১৬টি          আঞ্চলিকরাজ্যেরউদ্ভব হয়, তাদের ষোড়শ        মহাজনপদ বলা হত ।  

☞ভূগোলঃ 

  ১। Geography শব্দের বাংলা প্রতিশব্দ কি?     ভূগোল। ২। কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography      শব্দটি ব্যবহার করে?      গ্রিস। ৩। পারসেপটিকস অন দ্য নেচার অব জিওগ্রাফি  ‘‘ কত সালে প্রকাশিত?      ১৯৫৯ সালে। ৪। ভূগোলের শাখা কয়টি?      ৯টি। ৫। মহাকাশে অসংখ্য কি রয়েছে?      জ্যোতিষ্ক। ৬। সূর্য কি?       নক্ষত্র। ৭। চাঁদ কি?      উপগ্রহ। ৮। নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কি?     জ্বলন্ত বাষ্পপিণ্ড। ৯। নিজস্ব আলো ও উত্তপ আছে কার?      নক্ষত্রের। ১০। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি?        সূর্য। ১১। সূর্য লেকে পৃথিবীর দূরত্ব কত?       ১৫ কোটি কি. মি.। ১২। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?        ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.। ১৩। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?        ১ মি. ২০/৩০ সে.। ১৪। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?        প্রঙ্মিা সেন্টারাই। ১৫। পৃথিবী থেকে তার দূরত্ব কত?        ৩৮ লাখ কোটি কি. মি.। ১৬। গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কি বলে?          ছায়াপথ। ১৭। ছায়াপথ কোন আকাশে দেখা যায়?        উত্তর-দক্ষিণ। ১৮। উল্কার অপর নাম কি?         ছুটন্ত তারা। ১৯। হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?        এডমন্ড হ্যালি। ২০। কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?         ৭৬ বছর। ২১। সর্বশেষ কবে দেখা গেল?          ১৯৮৬ সালে। ২২। পরবর্তীতে কবে দেখা যাবে?          ২০৬২ সালে।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ