1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন

।।১৬ বছর অপেক্ষার পর বাবা হত্যামামলার রায় সম্পন্ন করলেন আইনজীবী মেয়ে সেগুফতা তাবাসসুম আহমেদ।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বার সংবাদটি দেখা হয়েছে।

দীর্ঘ ১৬ বছর পর বাবা হত্যার চুড়ান্ত রায় করালেন আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমেদ। দেশের সর্বোচ্চ আদালত থেকে  তাঁর বাবার হত্যার আসামীদের বিরুদ্ধে চুড়ান্ত রায় (দুজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন বহাল) পাওয়ার পর আনন্দাশ্রুতে সিক্ত মা’কে সাথে নিয়ে মিডিয়ার মুখোমুখি। আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের আহমেদের কন্যা, যিনি নির্মমভাবে নিহত হয়েছিলেন তাঁরই সাবেক ছাত্র ও পরবর্তীতে বিভাগের সহকর্মী সহযোগী অধ্যাপক মহিউদ্দিনের হাতে। সেগুফতার বাবাকে যখন হত্যা করা হয়, তখন তিনি এইচএসসি’র ছাত্রী। বাবার হত্যার পর তিনি ক্যারিয়ার প্ল্যানে পরিবর্তন এনে আইন বিষয়ে পড়াশুনার সিদ্ধান্ত নেন। দৃঢ় আত্মপ্রত্যয়ী এডভোকেট সেগুফতা, উচ্চ আদালতে তাঁর বাবার হত্যা মামলায় একজন আইনজীবী হিসাবে কাজ করেন। দীর্ঘ ১৬ বছর আইন-আদালতের নানান চড়াই-উৎরাই পেরিয়ে গতকাল বৃহস্পতিবার (০৭ মার্চ) দেশের সর্বোচ্চ আদালতের আপীল বিভাগ থেকে বাবার হত্যাকারীদের চুড়ান্ত শাস্তির রায় নিশ্চিত করে নির্ভার হন দৃঢ় আত্মপ্রত্যয়ী সেগুফতা।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ