1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

।।হামলা ও লুটপাটের মামলায় ইউপি সদস্য কারাগারে।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৪৪৮ বার সংবাদটি দেখা হয়েছে।

।।হামলা ও লুটপাটের মামলায় ইউপি সদস্য কারাগারে।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ রিপোর্ট।।

রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের শোলপুর গ্রামের একটি বাড়িতে হামলা করে রক্তাক্ত জখম ও লুটপাটের মামলায় ইউপি সদস্য মনিরুল ইসলাম বুলুকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল সোমবার খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ মে রূপসা উপজেলার শোলপুর গ্রামের আলী আকবার খা’র পুত্র তসলিম খা’র নিজস্ব সম্পত্তির উপর থেকে এইক গ্রামের বাসিন্দা হিমু গোলদার, অভি গোলদার ও ইউপি সদস্য মনিরুল ইসলাম বুলু’র নেতৃত্বে তালগাছ কেটে নিয়ে যায়। তারপর বিষয়টি তাদের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলায় তসলিম খা’র ভাই তারিখ খা রক্তাক্ত জখম হয়। এসময় তাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় তসলিম খা বাদী হয়ে পরের দিন ১৫ মে রূপসা থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় গতকাল ইউপি সদস্য মনিরুল ইসলাম বুলু জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ