।।সুন্দরবন প্রেস ক্লাবের ব্যানার ও দরজা ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগঃঃজি এম মাছুম বিল্লাহ শ্যামনগর প্রতিনিধি।।
শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোল ঘেঁষে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত সুন্দরবন প্রেসক্লাব। উপকূলীয় অবহেলিত মানুষের পাশে থেকে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়ে সুনামের সাথে থাকা সুন্দরবন প্রেসক্লাবটি। গত শুক্রবার রাতে একদল অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ক্লাবের ব্যানার ও দরজা ভাঙচুর করে। বিষয়টি নিয়ে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পীযূষ বাউলিয়া পিন্টু বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাত নামা একটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রেসক্লাব ভাঙচুরের বিষয়টি খুবই দুঃখজনক অভিযোগ করা হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে দুষ্কৃতীকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। এমন হীন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাইয়েছেন দিঘলিয়া ওয়েব ব্লগ এর সম্পাদক ও প্রকাশক, এলাকাবাসী ও সুধীজনেরা।
Leave a Reply