1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১ অপরাহ্ন

।।সিরিয়ায় সংঘর্ষে ৬১ জন্য নিহত।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৫ বার সংবাদটি দেখা হয়েছে।

সিরিয়ার ইদলিবের প্রত্যন্ত তাল মারদিক গ্রামে বৃহস্পতিবার বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে এক শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে —এএফপি

।।সিরিয়ায় সংঘর্ষে ৬১ জন নিহত।।

।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।

ইদলিবের মারেত আল-নুমান শহরের কাছে এ

সংঘর্ষে বহু লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে

সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে অন্তত ৬১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৩ জন সরকারি সৈন্য এবং ৩৮ জন বিদ্রোহী ও তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য। খবর আরব নিউজের

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের মারেত আল-নুমান শহরের কাছে গত ২৪ ঘণ্টায় এ সংঘর্ষ হয় বলে শুক্রবার জানায় যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সবশেষ বড় ঘাঁটি বলে পরিচিত মারেত আল-নুমান। এসওএইচআর জানায়, বৃহস্পতিবার রাত থেকে ওই সংঘর্ষে বিদ্রোহী ও তাদের সহযোগী গোষ্ঠীর ৩৮ সদস্য প্রাণ হারিয়েছে। আর ২৩ জন নিহত হয়েছে বাশার আল-আসাদের বাহিনীর। পর্যবেক্ষক সংস্থাটির দাবি, সংঘর্ষের সময় মারেত আল-নুমানের আশপাশে চক্কর দিয়েছে রুশ যুদ্ধবিমান। পাশের শহর সারাকিবে একাধিক হামলাও চালিয়েছে রুশ বাহিনী। এই সংঘাতের ফলে ওই এলাকায় বাস্তুহারা হয়েছে বহু মানুষ।

হামলায় বিধ্বস্ত বাড়ি থেকে সপরিবারে পালানোর সময় ইয়াসের ইব্রাহিম আল-দান্দাল নামে এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, মারেত আল-নুমান শহরে শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, বিদ্রোহী ও তাদের সহযোগীদের এই অঞ্চল থেকে হটাতে গত এপ্রিলে সর্বাত্মক অভিযান শুরু করে সরকারি বাহিনী। এতে এখন পর্যন্ত হাজারের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। গৃহহারা হয়েছে ৪ লাখেরও বেশি মানুষ। আরব বসন্তের জেরে সিরিয়ায় ২০১১ সালে প্রেসিডেন্ট বাশারবিরোধী যে বিক্ষোভ শুরু হয় তা দমনে সরকার বলপ্রয়োগ করলে পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেয়। এই গৃহযুদ্ধে ৩ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ