1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

।।সাম্প্রতিক MCQ জানুয়ারি ২০২০।।

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬০৬ বার সংবাদ টি দেখা হয়েছে

।।সাম্প্রতিক MCQ জানুয়ারি ২০২০।।

বাংলাদেশঃ-

১। ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয় কবে?

– ৫ ডিসেম্বর ২০১৯

২। বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত?

– ২০.৫%

৩। বর্তমানে দেশে চরম দারিদ্র্যের হার কত?

– ১০.৫%

৪। ২৯ নভেম্বর ২০১৯ জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

– রাবাব ফাতিমা

GDP’র চূড়ান্ত হিসাব ২০১৮-১৯

৫। মাথাপিছু আয় কত?

– ১,৯০৯ মা. ড.

৬। GDP’র প্রবৃদ্ধির হার কত?

– ৮.১৫%

৭। GDP’তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?

– ৩.৯২%

৮। GDP’তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?

– ১২.৬৭%

৯। GDP’তে সেবা খাতের প্রবৃদ্ধির হার কত?

– ৬.৭৮%

অসমাপ্ত আত্নজীবনী

১০। ১৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্নজীবনী’ কতটি ভাষায় অনূদিত হয়েছে?

– ১৩টি

১১। ‘অসমাপ্ত আত্নজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?

– ইতালি ভাষা

১২। ইতালি ভাষায় ‘অসমাপ্ত আত্নজীবনী’ অনুবাদ করেছেন কে?

– আন্না কোক্কিয়ারেল্লা

আন্তর্জাতিক

১৩। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হন কবে?

– ১৮ ডিসেম্বর ২০১৯

১৪। মহাকাশ থেকে আমাজন বন পর্যবেক্ষণের জন্য ২০ ডিসেম্বর ২০১৯ চীন ও ব্রাজিলের যৌথ উদ্যোগে কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়?

– CBERS-4A

১৫। সংশোধিত United States-Mexico-Canada Agreement (USMCA) স্বাক্ষরিত হয় কবে?

– ১০ ডিসেম্বর ২০১৯

১৬। জাতিসংঘ ঘোষিত ২০২১ সাল নিম্নের কোন বর্ষ?

– আন্তর্জাতিক শান্তি ও বিশ্বস্ততা বর্ষ, টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবনী অর্থনীতি বর্ষ ও আন্তর্জাতিক ফলমূল ও সবজি বর্ষ।

– উপরের সবগুলো

১৭। কূটনৈতিক মিশনের সংখ্যার দিক দিয়ে বিশ্বে শীর্ষ কোন দেশ?

– চীন

১৮। জাতিসংঘ ঘোষিত ২০২০ সাল নিম্নের কোন বর্ষ?

– International Year of Plant Health

১৯। ২০১৯ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?

– শারজাহ (সং. আ. আমিরাত)

২০। ২০১৯ সালের ৬৯তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে?

– টনি অ্যান সিং

২১। ২০১৯ সালের ৬৮তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে?

– জোজিবিনি তুনজি

রাষ্ট্র ও সরকার প্রধান

২২। কিউবার নতুন প্রধানমন্ত্রী?

– ম্যানুয়েল মারেরো ক্রুজ

২৩। লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে?

– অধ্যাপক হাসান দিয়াব

২৪। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে?

– সানা মেরিন (ফিনল্যান্ড)

সংস্থার প্রধান

২৫। এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) দশম প্রেসিডেন্ট কে?

– মাসাতসুগু আসাকাওয়া (জাপান)

২৬। ১ জানুয়ারি ২০২০ G7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

– ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)

সংস্থার সদস্য

২৭। ১ ফেব্রুয়ারি ২০২০ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) ১২৩তম সদস্যপদ লাভ করবে?

– কিরিবাতি

২৮। ১ জানুয়ারি ২০২০ কোন দেশটি OPEC’র সদস্য পদ প্রত্যাহার করে?

– ইকুয়েডর

২৯। OPEC’র বর্তমান সদস্য দেশ কতটি?

– ১৩টি

সম্মেলন

৩০। ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

– ২২-২৭ জুন ২০২০

৩১। ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

– কিগালি, রুয়ান্ডা

৩২। ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-26) কবে অনুষ্ঠিত হবে?

– ৯-১৯ ডিসেম্বর ২০২০

৩৩। ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-26) কোথায় অনুষ্ঠিত হবে?

– গ্লাসগো, স্কটল্যান্ড

রিপোর্ট-সমীক্ষা

৩৪। ২০১৯ সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?

– গ্রেটা থানবার্গ (সুইডেন)

৩৫। ২০১৯ সালে বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারী কে?

– অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)

৩৬। ২০১৯ সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে শীর্ষ দেশ কোনটি?

– আইসল্যান্ড

৩৭। ২০১৯ সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

– ৫০তম

৩৮। ২০১৯ সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

– ইয়েমেন

৩৯। ২০১৯ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?

– সিঙ্গাপুর

৪০। ২০১৯ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

– ভেনিজুয়েলা

৪১। ২০১৯ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

– ৮৩তম

মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯

৪২। শীর্ষ দেশ কোনটি?

– নরওয়ে

৪৩। সর্বনিম্ন দেশ কোনটি?

– নাইজার

৪৪। বাংলাদেশের অবস্থান কততম?

– ১৩৫তম

৪৫। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?

– হংকং

৪৬। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

– কাতার

৪৭। সার্কভূক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

– মালদ্বীপ

৪৮। ২০১৯ সারের Ballon d’or বিজয়ী কে?

– লিওনেল মেসি

৪৯। ১৮ ডিসেম্বর ২০১৯ ওয়ানডে ক্রিকেটে ৪৯তম হ্যাটট্রিক করেন কে?

– কুলদীপ যাদব (ভারত)

৫০। বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে?

– জয়া চাকমা।

☞সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...