।।সামরিক সচিবের লাশ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএমএইচে পৌঁছান, তিনি সেখানে মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদীনের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অবস্থান করেন।
খোকন জানান, প্রধানমন্ত্রী তাদেরকে সান্তনা দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল জয়নুল আবেদীন গতকাল বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি সিঙ্গাপুরের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাসস
Leave a Reply