1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন

।।সামরিক সচিবের লাশ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৬ বার সংবাদটি দেখা হয়েছে।

।।সামরিক সচিবের লাশ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের লাশ দেখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএমএইচে পৌঁছান, তিনি সেখানে মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদীনের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অবস্থান করেন।

খোকন জানান, প্রধানমন্ত্রী তাদেরকে সান্তনা দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল জয়নুল আবেদীন গতকাল বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি সিঙ্গাপুরের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাসস

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ