।।দিঘলিয়া ওয়েব ব্লগঃঃনিজস্ব প্রতিনিধি।।
এর আগে, গত ৯ মার্চ সন্ধ্যায় দূর্নীতি সমাচার-এর পক্ষ থেকে এস আই অপূর্ব দত্তের কাছে আটকের কারণ জানতে চাইলে আনুষ্ঠানিক ভাবে তিনি কোন কথা বলতে রাজী হয়নি বলে জানা গেছে। তবে, ভূমি সংস্কার বোর্ড, কোর্ট অব ওয়ার্ডস নওয়াব ঢাকা এস্টেটের-উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত ছায়ালিপি-তে দেখা যায়, ঢাকা জেলার সাভার থানার কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেটের মালিকানাধীন কুমারখোদা মৌজার সি.এস খতিয়ান নং ২, সি.এস দাগ নং ১৬, হাল খতিয়ান নং-৩, হাল দাগ নং- ৭২, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮ ও ৭৯ মোট জমির পরিমান ২.৫৭২৪ একর এর কাতে ২.২০ একর একসনা লীজকৃত জমির বৈধ লীজি মালিক মোঃ মাহবুবার রহমান। মোঃ মাহবুবার রহমানের এসব লীজি ভূমিতে ৯ মার্চ নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ করেই হারুন অর রশিদ নামের উপরোক্ত মামলার বাদী গিয়ে অন্যায় ভাবে কাজ বন্ধ করতে বললে লেবারদের সাথে কথা কাটাকাটি হয় এবং এই ঘটনাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা সিকিউরিটি গার্ড মিরাজ মুঠোফোনে ধারণ করার প্রস্তুতি নিলে হারুন অর রশিদ ধমক মেরে ভিডিও করতে নিষেধ করে দ্রুত সটকে পড়েন।
(চলব)
☞সৌজন্যেঃ সাপ্তাহিক দূর্নীতি সমাচার
Leave a Reply