1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন

।।রুশ হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী সকল নাগরিকদের প্রতি রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ করার আহবান জানিয়েছেন জেলেনস্কি।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৮৩ বার সংবাদটি দেখা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বব্যাপী সকল নাগরিকের প্রতি তার দেশে রুশ হামলার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ- বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।
গত বুধবার (২৩ মার্চ)  ইংরেজি ভাষায় এক ভিডিও বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য, স্বাধীনতাকে সমর্থন করার জন্য এবং জীবনকে সমর্থন করার জন্য ইউক্রেনীয় প্রতীক নিয়ে এগিয়ে আসুন।
তিনি আরো বলেন, আপনার জায়গায়, আপনার রাস্তায় নেমে আসুন। নিজেকে দৃশ্যমান করুন।
ইউক্রেনে রুশ হামলার এক মাস পূর্তির দিনে জেলেনস্কি এ আবেগঘন বক্তব্যে রুশ হামলার বিরুদ্ধে কথা বলতে বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা আপনাদের অফিস থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে শান্তির নামে বেরিয়ে আসুন।
তিনি বলেন, বিশ্বকে অবশ্যই্ এই যুদ্ধ বন্ধ করতে হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর এ পর্যন্ত শত শত বেসামরিক লোক নিহত, শত শত লোক আহত এবং তিরিশ লাখেরও বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

সূত্রঃ বাসস

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ