1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

।।রাজধানীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৯ বার সংবাদটি দেখা হয়েছে।

।।রাজধানীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মহাখালীর সেতুভবনের পাশে এই দুর্ঘটনা ঘটে। সড়কে ওই দুই নারীর মৃতদেহের পাশে ‘প্রেস’ লেখা একটি মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিহতদের একজনের সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে তার নাম দুলদানা আক্তার কচি এবং তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার বলে লেখা রয়েছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দিঘলিয়া ওয়েব ব্লগ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। সড়কে তাদের পাশে পাওয়া মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা রয়েছে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ হাসপাতালে রয়েছে।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ