1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

।।রহনপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৪।।

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৫০৩ বার সংবাদ টি দেখা হয়েছে

।।রহনপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৪।।

।।দিঘলিয়া ওয়েব ব্লগঃঃচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃশফিকুল ইসলাম, গোমস্তাপুর।।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি বেকারিতে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার রাতে রহনপুর রেল ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান, অনলাইন টিভি আশার প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর হিন্দু পাড়ার আমিনুল ইসলামের ছেলে সেলিম উদ্দিন(৩০), অনলাইন দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ এর প্রতিনিধি আতাহার গ্রামের আক্তার হোসেনের ছেলে নুরুন্নবী(২৫), অনলাইন বিএফ টিভি ও মাদারল্যান্ড নিউজ এর প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মোড় কাঁঠাল বাগিচার মৃত খলিলুর রহমান ছেলে আব্দুর রাজ্জাক(৩৫) ও তাদের সহযোগী চাঁপাইনবাবগঞ্জ নিমতলা ফকিরপাড়ার মৃত আব্দুল্লাহ হারুনের ছেলে সৈয়দ মাহবুব হোসেন(৩৫) গত বুধবার সন্ধ্যায় রহনপুর রেল ষ্টেশন এলাকার আয়েশা বেকারীতে উপস্থিত হয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় বেকারীর মালিক দুরুল হোদার কাছে ৩০ হাজার টাকা দাবী করে। টাকা না দেওয়া হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেকারী সিলগালা করে দেওয়ার হুমকি দেয়। পরে বেকারী মালিক বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় বেকারী মালিক বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার বিকেলে আটককৃত জেল হাজতে পাঠানো হয়েছে বলে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান। তিনি আরো জানান, অনলাইন টিভি আশার প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর হিন্দু পাড়ার আমিনুল ইসলামের ছেলে সেলিম উদ্দিন(৩০) এর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

ভোরের কুমিল্লা

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...