।।যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবদুস সুবহান আর নেই।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির ও পাবনা-৫ (সদর) আসনের সাবেক সাংসদ মাওলানা আবদুস সুবহান মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুস সুবহানের বড় ছেলে আব্দুল হালিম লাল এ তথ্য নিশ্চিত করে জানান, তার বাবা আব্দুস সুবহান কাশিমপুর কারাগারে ছিলেন। দীর্ঘদিন কারাগারে থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে গত ২৪ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি পাঁচ ছেলে, ছয় মেয়ে, ৪৬ জন নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কয়েক বছর আগে মারা যান তার স্ত্রী।
আব্দুল হালিম লাল আরো জানান, ময়নাতদন্তের জন্য তার বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হাতে পাওয়ার পর তার জানাজার সময় নির্ধারণ করা হবে।
আবদুস সুবহান জামায়াতের নায়েবে আমির ছিলেন। তিনি পাবনা-৫ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান পাকিস্তান আমলে ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য। একাত্তরে মাওলানা সুবহানের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী পাবনার বিভিন্ন অঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি মাওলানা সুবহানকে ফাঁসির দণ্ডাদেশ দেন।
২০১২ সালের ১৫ এপ্রিল সুবহানের যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেন প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা মতিউর রহমান ও নুর হোসাইন। পরের বছর ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর জামায়াতের এই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশনের তদন্ত দল।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে সুবহানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আট ধরনের মানবতাবিরোধী অপরাধে নয়টি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিচার শুরু করেন ট্রাইব্যুনাল-১। পরবর্তী সময়ে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ২০১৪ সালের ১ এপ্রিল শুরু হয় মামলার শুনানি। যুক্তি-তর্ক ও সাক্ষ্য-প্রমাণ শেষে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি মাওলানা সুবহানকে ফাঁসির দণ্ডাদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক।
২০১৫ সালের ১৯ মার্চ মাওলানা আব্দুস সুবহানের খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন তার আইনজীবীরা।
Leave a Reply