1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন

।।ময়মনসিংহে বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় সড়কে নিহত ৪।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬০ বার সংবাদটি দেখা হয়েছে।

।।ময়মনসিংহে বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় সড়কে নিহত ৪।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।

ময়মনসিংহে বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আজ শুক্রবার বিকালে হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রহেলা গ্রামের সবুজ আহমেদ (১৮), সাকিব, বাঘমারার আরিফুল ইসলাম (১৮) ও নিশ্চিন্তপুরের সোহাগ মিয়ার ছেলে মিজান। আহতরা হলেন, নিশ্চিন্তপুর গ্রামের আলমগীরের পুত্র লিমন, আবুল কাশেমের পুত্র শামীম, আলমগীর হোসেনের পুত্র ইমন, আতুয়াজঙ্গল গ্রামের আবদুল হামিদের পুত্র জাহাঙ্গীর ও শহীদের পুত্র হৃদয়। জানা যায় ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির র‌্যালিতে অংশ নিতে যাচ্ছিলেন তারা।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ