1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন

।।মেহেরপুরের হাত-পা বেঁধে ব্যবসায়ীকে হত্যা।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৫৫৫ বার সংবাদটি দেখা হয়েছে।

।।মেহেরপুরে হাত-পা বেঁধে ব্যবসায়ীকে হত্যা।।

।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক রিপোর্ট।।

মেহেরপুরের মুজিবনগরে হাত-পা বেঁধে সুবল চন্দ্র (৬২) নামের এক বিষ ও সার ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার মহাজনপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে সুবল চন্দ্রের স্ত্রী নিচে নেমে দেখেন হাত-পা বাঁধা তার স্বামীর বুকে ও মুখের ওপর দুই বস্তা সার এবং পায়ের ওপর গ্যাস সিলিন্ডার রাখা মৃতদেহ পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে মৃতাবস্থায় উদ্ধার করেন। ঘটনার পর পরই পার্শ্ববর্তী কোমরপুর ও মুজিবনগর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। তবে এ হত্যাকাণ্ডের রহস্য জানা যায়নি। মুজিবনগর থানার ওসি আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ