1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন

।।মুজিব শতবর্ষে গিনেজ ওয়ার্ল্ড বুকে স্হান পেল “শস্যচিত্রে বঙ্গবন্ধু।।”

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৮৩ বার সংবাদটি দেখা হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে দুই মাস আগে ১০৫ বিঘা জমিতে শুরু হয় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ তৈরির কাজ। অবশেষে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে বাংলাদেশের ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গত মঙ্গলবার (১৬ মার্চ) এই রেকর্ডটি যুক্ত হয়েছে।

এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা অফিশিয়ালি সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার দিকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার তথ্য জানতে পেরেছি। ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দুয়েকদিনের মধ্যে আপলোড করা হতে পারে।

শস্য ক্ষেতে মধ্যে বঙ্গবন্ধুর অবয়ব ফুটিয়ে তোলার কার্যক্রম ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পথেই ছিল। ধানের চারায় জাতির পিতার চিত্র ফুটিয়ে তোলার এই কাজ চলছে বগুড়ার শিবগঞ্জের শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে। এটি ‘বিশ্বের সবচেয়ে বড় শস্য চিত্র’ হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিতে পারবে বলে আশা করছিলেন আয়োজকরা।

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র কার্যক্রমের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, গিনেজ বুক কর্তৃপক্ষ এরই মধ্যে আমাদের বিষয়টি (রেকর্ড) জানিয়েছে। তাদের ওয়েবসাইটে শস্যচিত্রে বঙ্গবন্ধুর তথ্য প্রকাশ করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমাদের অভিনন্দন জানিয়েছে। দেশের জন্য বড় একটি অর্জন। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এটিও তার একটি মাইলফলক।

মুজিব শতবর্ষ উপলক্ষে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা এই কাজের প্রস্তুতি শুরু করে। কোনো নেতার গিনেজ বুকের ‘লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক (ইমেজ)’ শাখার নতুন রেকর্ড এটি। এর আগের রেকর্ডটি চীনের দখলে। ১৯১৯ সালে ৭৯ হাজার ৫০৫ দশমিক ১৯ বর্গমিটার আয়তনের জমিতে চার রঙের ধানের চারায় কাউ ফিশের ছবি ফুটিয়ে তোলে সাংহাইয়ের লেজিদাও টুরিজম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিডেট ওই রেকর্ড গড়েছিল।

গত ৯ মার্চ বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে গিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ডের প্রতিনিধিদল সম্প্রতি ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ ফুটিয়ে তোলার কার্যক্রম পরিদর্শন করে গেছেন। তার ১ সপ্তাহ পরই রেকর্ড হলো গিনেজ বুকে।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ