1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

।।ভৈরব নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি।।

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৬ বার সংবাদ টি দেখা হয়েছে

।।ভৈরবে নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ রিপোর্ট।।

ভৈরব নদের পথেরবাজার নামক স্থানে এম ভি জিহাদুল ইসলাম-১ নামে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। কার্গোটিতে নওয়াপাড়া সরকার ট্রেডার্সের আমদানী করা ৬২০ মেট্রিকটন কয়লা ছিল। গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরের হারবারিয়া ১২ নম্বরে অবস্থানরত মাদার ভেসেল এম ভি ওসান ফিউসার হতে এম ভি জিহাদুল ইসলাম-১ এ ৬২০ মেঃ টন কয়লা বোঝাই করে কার্গোটি মোংলা হতে নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। গতকাল বুধবার বেলা আনুমানিক ৩ টায় পথের বাজার ফারাজী পোল্ট্রি ফার্মের পার্শে আসলে ভৈরব নদের পানিতে নিমজ্জিত অদৃশ্য বস্তুর সাথে আঘাত লেগে অনাকাক্ষিতভাবে ইঞ্জিন রুমের সীবক্সের পাইপ ফেটে যায়। মুহুর্তের মধ্যে জাহাজে পানি ঢুকে পড়ে এবং অল্প সময়ের মধ্যে জাহাজটি পানিতে তলিয়ে যায়। জাহাজে নয় জন ষ্টাফ ও ২ জন স্কট ছিল। তারা সবাই ডুবন্ত জাহাজ থেকে কিনারে উঠে আসতে সক্ষম হয়। ঘটনার বিষয়টি তাৎক্ষণিক জাহাজের মাষ্টার কর্তৃক কার্গোর মালিক মেসার্স এমএম শিপিং ট্রান্সপোর্টের স্বত্তাধিকারী মোঃ শাহাদাৎ হোসেনকে ও আমদানীকারক সরকার ট্রেডার্সের মালিককে অবহিত করেন। এ ব্যাপারে কার্গো মাষ্টার মোঃ আব্দুর রাসেল মিয়া খানজাহান আলী থানায় একটি জিডি করেন।

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...