1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন

।।ভালোবাসা দিবসে ছেলের হাতে বাবা খুন।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪০ বার সংবাদটি দেখা হয়েছে।

⇨ঘাতক ছেলে শুভ

।।ভালোবাসা দিবসে ছেলের হাতে বাবা খুন।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ভালোবাসা দিবসে বাবা-ছেলের মধ্যে পারিবারিক কলহের জের ধরে ছেলের দায়ের কোপে খুন হয়েছেন বাবা। প্রত্যেকের সবচেয়ে ভালোবাসার মানুষ হলেন বাবা-মা। ভালোবাসা দিবসে বাবার প্রতি ছেলের এ কেমন ভালোবাসা!

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সম্মুখ সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি অবসরপ্রাপ্ত সৈনিক মো. আমীর হোসেন (৫৫)। ঘাতক ছেলের নাম শুভ।

স্থানীয়রা জানান, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে আমীর হোসেনের সংসার। ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে অনার্সে পড়ে। চাকরির জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিল শুভ। মধ্যবিত্ত এই পরিবারের কর্তা আমীরের এত টাকা দেয়ার সামর্থ্য ছিল না। কিন্তু ছেলে শুভ ভিটেমাটি বিক্রি করে হলেও বাবাকে টাকা দিতে বলে। বাবা ভিটেমাটি বিক্রি করতে রাজি ছিলেন না। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে দা হাতে নিয়ে বাবাকে দৌড়ে রাস্তায় নিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে তাকে দ্রুত কুমিল্লায় পাঠানোর পরামর্শ দেন ডাক্তার। কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রণজিত রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতারে অভিযান চলছে।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ