।।বড়লেখায় সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মামুনের ইট সলিং কাজে দুর্নীতি।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগঃঃঅনুসন্ধান টিম।।
বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত ছোটলেখা বাজার হইতে বোবারতল সর্বমোট ৩.৫ কি.মি রাস্তা ইট সলিং এর কাজে নদীর বালুর পরিবর্তে বেআইনি ভাবে টিলা কেটে টিলার মাটি দিয়ে কাজ আরম্ভ করেছেন সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন সাহেব এবং মাটি কাটা ও স্থানান্তর করা হচ্ছে পাখিয়ালা নিবাসী সাইফুল নামক একজনের ট্রাকটর দিয়ে। টিলার মাটি দিয়ে উক্ত কাজ করলে কাজটি হবে অতি নিম্নমানের আজকে আমাদের অনুসন্ধান টিম ছোটলেখা বাজারে গিয়ে এই দুর্নীতি দেখতে পান যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তাছাড়া সোনাতোলায় প্রায় ৭৫০ মিটার ইট সলিং এর কাজেও উনি নদির বালু এর পরিবর্তে টিলার লাল বিট বালু ব্যবহার করছেন যা নিছক দুর্নীতি ছাড়া আর কিছুই নয় এবং তখন উপজেলা নির্বাহী অফিসার সাহেব কে ফোনে বিষয়টি জানালে উনিও ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। আমরা আশা করবো এসব দুর্নীতিবাজ কনট্রাকটর এর বিরুদ্ধে যথাযত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply