1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

।।বেনাপোলে সাড়ে ১৫ লাখ হুন্ডির টাকা সহ ১ ব্যাবসায়ী আটক।।

মো: ইলিয়াস হোসেন
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৬ বার সংবাদ টি দেখা হয়েছে

।।বেনাপোলে সাড়ে ১৫ লাখ হুন্ডির টাকা সহ ১ ব্যাবসায়ী আটক।

☞বেনাপোল থেকে মোঃ সোহাগ হোসেন

ভারত থেকে পাচার হয়ে আসার পর সোমবার সকালে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে বাংলাদেশী সাড়ে ১৫ লাখ হুন্ডির টাকাসহ সাদেক (২১) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সাদেক বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে এক হুন্ডি ব্যবসায়ী বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাদেককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেহ তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে বিশেষ ভাবে লুকায়িত সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকাসহ মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে সাদেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

স্যোসিয়াল মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর...