💝??💝#বাবা_তুমি_সত্যি_মহান💝💝💝
🌹ছন্দের গ্রুপ অবন্তিকা🌹
💓💓বাবাকে বলেছিলাম ১০ হাজার টাকা দাও কক্সবাজার বেড়াতে যাব!
মুচকি হেসেই বললেন কবে যাবি?
বললাম ৫ দিন পর!
বাবা বললেন কাল থেকে একটা কাজ থাকায় ৩ দিন বাইরে থাকবো, তুই এই ৩টা দিন দোকানে একটু সময় দিস, ফিরে এসেই তোকে টাকাটা দিচ্ছি!”
আমি তো মহা খুশি!
আমি ৩দিন দোকান দেখাশুনা করি। এই তিন দিনে আয় হয় ৮২০ টাকা। আর এই ৩দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে মনে হয় না জন্মের পর থেকে আমি আমার জীবনে এত কষ্ট করেছি…
রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছি তখন বাবা এসে বললো,
-এই নে তোর ১০ হাজার টাকা।
আমি বাবার দিকে তাকিয়ে বললাম,
— কিসের ১০ হাজার টাকা?
বাবা অবাক হয়ে বললো,
– তুই না কক্সবাজার যাবি বন্ধুদের সাথে?
আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম,
–বাবা আমি আগে বুঝতাম না টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তোমার, তাই তোমার কাছে এতকিছু আবদার করতাম। আমি এই ৩ দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি টাকা ইনকাম করার কষ্টটা। যে আমি ৩ দিনে ৫ হাজার টাকাই ইনকাম করতে পারলাম না সেই আমি কি না ২ দিনের জন্য ১০ হাজার টাকা আবদার করি!! এত টাকা খরচ করা আমাদের মত নিম্নবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া কিছু নয় বাবা।
বাবা কাল থেকে আমি অবসর সময়ে দোকানে তোমাকে সহযোগীতা করব। বাবা কথা শুনে জড়িয়ে ধরে কাদঁলেন। বললেন তুই যে বাবার কষ্টটা বু্ঝতে পারছিস তাতেই আমি খুশি তুকে সহযোগীতা করতে হবে না। বাবা অনেক ভালোবাসি তোমায়,,,,,♥♥
বিঃদ্র- গল্পটা বিন্দু পরিমান ভালো লেগে থাকলে ছোট একটা কমেন্ট ও শেয়ার করে জানাবেন!!
Leave a Reply