☞বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন, খুলনা জেলা শাখার সভাপতি জনাব মোঃ লিখন আহমেদ এবং সাধারণ সম্পাদক জনাব নাহিদ হাসান জেড স্বাক্ষরিত এক সাংগাঠনিক অনুমোদন বার্তা দিঘলিয়া ওয়েব ব্লগ কার্যালয়ে অনলাইনে এইমাত্র পৌঁছেছেন।
লিখিত বার্তানুযায়ীঃ-
★বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার অন্তর্গত ডুমুরিয়া উপজেলা শাখার আগামী ০৬ মাসের জন্য আংশিক অনুমোদন এবং আগামী ০১ মাসের ভিতর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয়ে ডুমুরিয়া উপজেলা শাখা-তে একটি কমিটি গঠনের নির্দেশ জারি করেছেন।
নির্দেশিত কমিটি নিম্নরুপঃ
সভাপতিঃ মেহেদী হাসান রাজু
সহঃসভাপতিঃ রায়হান শিকদার
সাধারণ সম্পাদকঃ জি,এম,আলামিন ইসলাম নিলয়
যুগ্ম সাধারণ সম্পাদকঃ জি,এম,রাজু
সাংগঠনিক সম্পাদকঃ বি,এম,আল-আমিন
দপ্তর সম্পাদকঃ আহসান হাবিব (ইভান)
প্রচার সম্পাদকঃ রিয়াজুল ইসলাম (রাজন)
☞উপদেষ্টা মন্ডলীতে আছেনঃ
উপদেষ্টাঃ শেখ মাসুদ রানা (সাধারণ সম্পাদক, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ)
সহঃউপদেষ্টাঃ মেহেদী রহমান রানা (সহঃসভাপতি, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ)
সহঃউপদেষ্টাঃ রাসেল সরদার, (যুগ্ম সাধারণ সম্পাদক, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ)
সহঃউপদেষ্টাঃ রুবায়েত ইসলাম রোহান (উপদপ্তর সম্পাদক, খুলনা জেলা ছাত্রকল্যাণ ফেডারেশন ও সহঃসম্পাদক, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ)।
Leave a Reply