1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন

।।বরিশালে জেলে আবু জাফরের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫১২ বার সংবাদটি দেখা হয়েছে।

।।বরিশালে জেলে আবু জাফরের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ।।

।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।

বরিশাল নৌবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।

সোমবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে আবু জাফর নামের এক জেলের জালে ধরা পরে এ বিরল প্রজাতির একাধিক মাছ। যার ভেতরে দুটি মাছের ওজন দুই কেজির ওপরে।

মাছটির শরীরে বাদামি ও কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। কয়েক মাস আগে একই প্রজাতির আরও একটি মাছ ধরা পরেছিল কীর্তনখোলা নদীতে।
বরিশাল মৎস্য অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিরল প্রজাতির এই মাছটি সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে। সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। এটি একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়।
দেশের অভ্যন্তরের কোনো পুকুর থেকে মাছগুলো ভেসে আসতে পারে বলেও মৎস্য কর্মকর্তারা উল্লেখ করেন।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ