1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন

।।ফ্রি ইমেজ ডাউনলোডের জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইট।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৬০৭ বার সংবাদটি দেখা হয়েছে।

।।ফ্রি ইমেজ ডাউনলোডের জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইট।।
লেখকঃমোজাহেদুল ইসলাম

অনলাইনে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ইমেজ ডাউনলোড করে ব্যবহার করা যায় না, কপিরাইট আইন বলে ব্যাপার রয়েছে, তার পরেও গুগল সার্চ করে কিন্তু সব ইমেজের হাই কোয়ালিটি ভার্শন পাওয়া যায় না। আর এই ক্ষেত্রে ফ্রি স্টক ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইটগুলো বেশ কাজের। অনলাইনে স্টক ইমেজের অনেক ওয়েবসাইট রয়েছে। এদের মধ্যে বেশির ভাগ সাইটই পেইড, যেগুলো ফ্রি সাইট রয়েছে তাদের আবার ক্রেডিট প্রদান করতে হয়। এ লেখায় এমন কিছু ফ্রি স্টক ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট লিস্ট নিয়ে আলোচনা করা হলো, যেগুলোর যথেষ্ট লাইব্রেরি রয়েছে এবং কোনো প্রকারের ক্রেডিট না দিয়েই আপনি আনলিমিটেড যে কোনো কাজে ইমেজ ব্যবহার করতে পারবেন।

আনস্প্যাশ ডটকম (Unsplash.Com )

ফ্রি স্টক ইমেজ ডাউনলোড সাইট হিসেবে unsplash.com অনেক বেশি জনপ্রিয়। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, এই সাইটে নিয়মিত নতুন নতুন ইমেজগুলো যুক্ত করা হয়। ফ্রিতে বেস্ট সকল ইমেজগুলো এখানে সহজেই ডাউনলোড করা যেতে পারে। তাছাড়া এই ওয়েবসাইটে আপনি নিজের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনি কোন ইমেজগুলো ডাউনলোড করেছেন সেগুলোর ট্র্যাক রাখতে পারবেন। ইমেজ সার্চ করার সময় আপনার বর্তমান ইমেজের ট্যাগ অনুসারে নতুন ইমেজ সাজেস্ট করবে এই সাইটটি যেটা অনেক গুরুত্বপূর্ণ একটি ফিচার বলতে পারেন। তবে যেহেতু এই সাইটটি অনেক জনপ্রিয় তাই ইউনিক কোন ইমেজ এখানে খুঁজে খুব কম পাওয়া যাবে, অলরেডি অনেকেই এই সাইটের ইমেজগুলো প্রতিনিয়ত ব্যবহার করছে!

পিক্সেলস ডটকম (Pexels.Com)

হাজার হাজার ফ্রি স্টক ফটো ডাউনলোড করার জন্য অন্যতম আরেকটি সাইট হচ্ছে এই Pexels.com। পৃথিবী জুড়ে অনেক মেধাবী ফটোগ্রাফারগণ এই সাইটে নিয়মিত তাদের ফটো ফ্রিতে আপলোড করে এবং সেগুলোকে পুরা দুনিয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে। এদের হিউজ পরিমাণে বড়ো ইমেজ লাইব্রেরি থেকে কাজের প্রায় সকল ইমেজগুলোই খুঁজে পাওয়া যেতে পারে। আর এদের ইমেজ কোয়ালিটি সত্যিই মারাত্মক ভালো। ব্লগ, কন্টেন্ট, আর ডিজাইনে তো অবশ্যই এগুলো আদর্শ, পাশাপাশি ডেক্সটপ ওয়ালপেপার বানানোর জন্যও ইমেজগুলো মন্দ নয়।

আপনার সার্চ করার ওপর ভিত্তি করে এখানেও রিলেটেড ইমেজগুলো দেখতে পাবেন, সঙ্গে ফ্রি স্টক ইমেজের পাশাপাশি এই সাইটে ফ্রি স্টক ভিডিও ফুটেজগুলোও পাওয়া যায়। যদিও ভিডিও লাইব্রেরি খুব বিশাল আকারের নয়, কিন্তু কাজ চলে যেতে পারে। আমার কাছে একটায় খারাপ লেগেছে এই সাইট সম্পর্কে, সেটা হচ্ছে—এই সাইটে পেইড স্টক ইমেজ সাইটের অ্যাড শো করে। পেইড ইমেজগুলোর কোয়ালিটি আরো বেশি মারাত্মক হবে এটাই স্বাভাবিক, আর সেগুলো দেখে আর ফ্রি ইমেজ ভালো লাগে না।

পিক্সাবি ডটকম (Pixabay.Com)

বর্তমানে আমরা শাটারস্টকের পেইড ইমেজগুলো ওয়্যারবিডি ব্লগে ব্যবহার করি, কিন্তু ২০১৬ সাল পর্যন্ত সবচেয়ে বেশি ইমেজ ডাউনলোড করেছি এই Pixabay.com থেকে। এটি এমন একটি সাইট, অনেক সময় আপনার ভুল করে মনে হতে পারে আপনি কোন পেইড স্টক ইমেজ ডাউনলোড করার সাইটে রয়েছেন। শুধু ফ্রি স্টক ইমেজ নয়, আপনি ফ্রি ভেক্টর ইমেজ, ইলাস্ট্রেশন এবং ফ্রি স্টক ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করতে পারবেন।

সার্চ করার সময় এই সাইটে অ্যাডভান্স ফিল্টার সার্চ করার সুবিধা রয়েছে। তাছাড়া আমি সাজেস্ট করব একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে, তাছাড়া ফুল কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন না এবং বারবার ক্যাপচা এসে বিরক্ত করবে! এই সাইটটি পছন্দ করার আরো কারণ রয়েছে। বিশেষ কারণ হচ্ছে, এদের অফিসিয়াল ওয়ার্ডপ্রেস প্লাগইন রয়েছে, ফলে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই যে কোনো ফ্রি স্টক ইমেজ পোস্ট এ ইনক্লুড করে দিতে পারবেন। আরেকটি বড়ো চমক হচ্ছে এদের অ্যান্ড্রয়েড অ্যাপ ও আইওএস অ্যাপ রয়েছে।

কাবুমপিকস ডটকম (Kaboompics.Com)

ওপরের সাইটগুলোর লাইব্রেরির সঙ্গে হয়তো Kaboompics.com এর লাইব্রেরিও মিলে যাবে, কিন্তু এর ইউনিক ফিচারগুলো হচ্ছে এখানে ফটোশুটের আরো রিলেটেড ইমেজগুলোও আপলোড করা হয়। আপনি হয়তো একটি ফটো খুঁজে পেলেন, সঙ্গে রিলেটেড একই ফটোশুটের বেশ কিছু ইমেজ পেয়ে যেতে পারেন।

সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে, আপনি কালার মোটিফ অনুসারেও ইমেজ সার্চ করতে পারবেন। ডেভেলপার এবং ডিজাইনারদের জন্য কালার প্যালেট হিসেবে ইমেজগুলোকে খুঁজে পাওয়া অনেক কাজের ব্যাপার হতে পারে। তবে এই সাইটের একটি খারাপ ব্যাপার আছে, যদিও খারাপ কিছু না, তবে আমার মনে হয়েছে ফিচারটি থাকলে বেস্ট হতো। এখানে ইউজার অ্যাকাউন্ট তৈরি করা যায় না, যদি সেটা করা যেত অনেক ভালো ব্যাপার হতো, এতে ইমেজ ডাউনলোড করার ট্র্যাক রাখা যেত।

পিকজুমবো ডটকম (Picjumbo.Com)

এই সাইটে ভালো লাগার অনেক ব্যাপারগুলো মিশে রয়েছে, তবে বেটার হয় আপনি সেগুলো নিজে থেকেই অনুভব করুন। যদি ইউনিক আর মাস্টার পিস কালেকশন ফ্রিতে খুঁজে পেতে চান মাস্ট এই সাইট আপনার টপ লিস্টে থাকবে। যাইহোক, দুনিয়াতে কোনো কিছুই ত্রুটি ব্যতীত নয়। আর এই সাইটের বড়ো সমস্যা হচ্ছে অ্যাডস, বহু অ্যাডস আপনাকে বিরক্ত করতে পারে। আরেকটি ইউনিক ফিচার হচ্ছে—এদের সাইটের সমস্ত ফটো আপনি এক ক্লিকে এক প্যাকে ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু সেটা ফ্রি নয় যদিও! আর হ্যাঁ, সার্চ করা প্রত্যেকটি ইমেজের ওপরে “More Images Like This” নামক একটি লেবেল দেখতে পাওয়া যায় যেটা অনেকটা মিস-লিডিং; কেননা শুধু প্রিমিয়াম মেম্বার হলেই এই রিলেটেড ইমেজগুলো ডাউনলোড করা যেতে পারবে।

গ্রাটিসোগ্রাফি ডটকম (Gratisography.Com)

Gratisography সাইটটি আপনার তখনই প্রয়োজন পড়বে, আপনি যখন একটু আজব ধরনের ফটো সার্চ করবেন। তবে এদের কানেকশন এ+ এতে কোনোই সন্দেহ নেই। তবে ওপরের সাইটগুলোর মতো এদের হাজার হাজার ইমেজ কালেকশন নেই, মাত্র কয়েকশ মারাত্মক আজব টাইপের ফ্রি স্টক ইমেজ ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে। ফানি ফটো খুঁজে পাওয়ার বেস্ট সাইট হতে পারত এটি যদি এতে কয়েক হাজার ইমেজ থাকত। যদিও এর লাইব্রেরি থেকে ইমেজ ডাউনলোড করা অনেক সহজ সঙ্গে আপনি অ্যানোনিমাসভাবে ইমেজ আপলোড তো করতে পারবেন, কিন্তু আপনি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আমি সচরাচর এরকম আর্টিকেল লিখিনা সেটা ভালো করেই জানেন, হঠাত্ করে আজ ইচ্ছা করল, ভাবলাম পছন্দের কিছু সাইট শেয়ার করি ভাই ব্রাদারদের সঙ্গে। যখন ২০১৪ সালে প্রফেশনাল ব্লগিং শুরু করি, এই ইমেজ ফ্যাক্টরটি অনেক মাথা ঘামিয়েছে আমার। কিন্তু আমি থাকতে সেটা আপনার সঙ্গে হবে না।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ