1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন

।।প্রধানমন্ত্রীর নতুন উপহার “স্ট্যান্ট অব বাংলাদেশ।”

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৪ বার সংবাদটি দেখা হয়েছে।

।।প্রধানমন্ত্রীর নতুন উপহার “স্ট্যান্ট অব বাংলাদেশ”।।

।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মুজিববর্ষে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (এলইডিপি) আওতায় ১০০ সার্ভিসের মাধ্যমে ১০ কোটি মানুষ সুবিধা পাবে।

এছাড়া প্রধানমন্ত্রীর নতুন উপহার ‘স্ট্যান্ট অব বাংলাদেশ’, যেখানে তরুণরা চাকরি না খুঁজে, চাকরি দেবে। উদ্যোক্তা সৃষ্টি করবে।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন পলক।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ৬৮ বছর পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলবাসীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ৮৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার মুজিববর্ষে উপহার।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ