1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ অপরাহ্ন

।।প্রচারে বের হলেই ঘিরে ধরছে নারীরা, দিচ্ছে বিয়ের প্রস্তাব।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬৭ বার সংবাদটি দেখা হয়েছে।

।।প্রচারে বের হলেই ঘিরে ধরছে নারীরা, দিচ্ছে বিয়ের প্রস্তাব।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক রিপোর্ট।।

আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। এতে বর্তমান ক্ষমতাসীন দল আম আদমির হয়ে একটি আসনে লড়াই করছেন রাঘব চাড্ডা। শারীরিক সৌন্দর্যে ইতোমধ্যে নারীদের মন জয় করে নিয়েছেন ৩১ বছর বয়সী এই তরুণ। প্রচারের সময় একর পর এক বিয়ের প্রস্তাব পেতে শুরু করেছেন তিনি। তবে এই জনপ্রিয়তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, তা এখনও বলা যাচ্ছে না।

নিউজ এইটটিনের খবর, বেশ কয়েকটি রোড শো করে ফেলেছেন রাঘব। ইতিমধ্যে কম করে এক ডজনের বেশি নারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। রাঘব ব্যাচেলার। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। লোভনীয় সেই পেশা ছেড়ে রাজনীতির ময়দানে তিনি। আপ-এর ৩৯ জন তারকা প্রচারকের মধ্যে একজন তিনিও। ট্যুইটার, ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার তার।
রাঘবের সোশ্যাল মিডিয়া টিম জানাচ্ছে, রাঘবকে সবচেয়ে বেশি ফলো করছেন নারীরা। সম্প্রতি ট্যুইটারে রাঘবকে এক নারী বিয়ের প্রস্তাব দেন। জবাবে রাঘব বলেন, ‘অর্থনীতির অবস্থা ভালো নয়। এটা বিয়ে করার সঠিক সময় নয়।’

এখানেই শেষ নয়, সম্প্রতি একটি স্কুলে তিনি গিয়েছিলেন সভা করতে। সেখানে এক শিক্ষক রাঘবকে বলেন, ‘আমার যদি মেয়ে থাকতো, আপনাকেই বিয়ে করতে বলতাম।’

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ