।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।
সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার পুলিশ সপ্তাহে ১১৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিপিএম-পিপিএম পদক দেয়া হবে। এজন্য যে চূড়ান্ত তালিকা করা হয়েছে তাতে নিজের নাম না দেখে নাখোশ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন কক্সবাজারের মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। সেখানে ন্যায়বিচার ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
চিঠিতে ওসি প্রভাষ চন্দ্র ধর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও জলদস্যু আত্মসমর্পনে তার ভূমিকার কথা তুলে ধরেন।গত ২৩ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্রের কারিগরসহ ৯৬ জন ডাকাত আত্মসমপর্ণ করেছেন। এ সময় তারা ২০৮টি আগ্নেয়াস্ত্র, ৪৩০টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জমা দিয়েছেন। এ ঘটনায় মহেশখালী থানায় ৩৬টি মামলা রুজু করা হয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপিসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, আমি জীবনের ঝুঁকি নিয়ে জলদস্যুদের আত্মসমর্পনে বাধ্য করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আত্মসমর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা পুলিশের সুপার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের পক্ষ থেকে আমার নাম পুরস্কারের জন্য প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেটি কেন্দ্র থেকে বাদ পড়ে। আমার প্রত্যাশা, আমার অবদানের স্বীকৃতি দেয়া হবে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যোগ্য সদস্যদের যাচাই-বাছাই করেই চূড়ান্ত হয়েছে তালিকা। এ সংক্রান্ত একটি গেজেটও প্রকাশ করা হবে।
Leave a Reply