।।পাপিয়া রিমান্ডেঃ আতঙ্কে প্রভাবশালীরা।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক রিপোর্ট।।
পাপের সম্রাজ্ঞী শামীমা নূর পাপিয়াকে তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাপিয়ার মুখ থেকে বেরিয়ে আসছে একের পর এক প্রভাবশালীদের নাম। এতে ঘুম হারাম হয়ে গেছে তাদের। কারণ, পাপিয়াকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে পাপের সম্রাজ্ঞী বানিয়েছেন, এসব তথ্য এখন আইনপ্রয়োগকারী সংস্থার হাতে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদে পাপিয়া অনেক প্রভাবশালী রাজনীতিবিদের নাম বলেছে বলে সূত্র নিশ্চিত করেছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, পাপিয়ার উত্থানের পিছনে কাদের ভূমিকা ছিল- কারা পাপিয়া গংদের কাছ থেকে নিয়মিত সুবিধা নিতেন তাদের প্রত্যেকের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় নেয়া হবে।
Leave a Reply