।।পাইকগাছায় ভুয়া র্যাব আর্মি ও পুলিশ পরিচয়ধারী প্রতারক আটক।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।
খুলনার পাইকগাছায় ভুয়া র্যাব আর্মি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রিপন ওরফে হালিম মালী নামের প্রতারককে আটক করেছে পুলিশ। সে উপজেলার শ্যামনগর গ্রামের মোহর আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মৎস্য অধিদপ্তর থেকে বিষ্ণুপুর গ্রামের কামরুল গাজীকে ১লাখ ৭০হাজার টাকা অনুদান দেয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবি করে প্রতারক হালিম। আজ সোমবার সেই অর্থসহ তাকে আটক করে পুলিশ।
Leave a Reply