☞প্রতীকী ছবি
।।নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িসহ ২৫ দোকান পুড়ে ছাই।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি বসত বাড়িসহ কমপক্ষে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়।
বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর চৌমুহনী, মাইজদী, ফেনী ও সোনাইমুড়ী থেকে ৪টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ জসিম উদ্দিন মজুমদার জানান, চৌমুহনী গোলাবাড়ীয়ায় এলাকায় আগুন লাগার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যবসায়ীরা জানায়, বন্ধ একটি হাঁড়ি-পাতিলের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পাশে থাকা মজিবুল হক মিয়ার দুটি বাড়ি, কয়েকটি মুরগির খামার, মুদি মালের দোকান, কাঁচামালের দোকানসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়। আগুনে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।
Leave a Reply