1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন

।।চিত্রনায়িকা রোজিনা দেড় কোটি টাকা খরচে মসজিদ নির্মাণ করছেন।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৫১ বার সংবাদটি দেখা হয়েছে।

।।চিত্রনায়িকা রোজিনা দেড় কোটি টাকা খরচে মসজিদ নির্মাণ করছেন।।
☞লিখেছেনঃ মুনা জাহান (বিনোদন প্রতিবেদক)

দেড় কোটি টাকা খরচে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মা খাদিজার নামে মসজিদ নির্মাণ করছেন চিত্র নায়িকা রোজিনা।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে মসজিদের নির্মান কাজের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

এ সময় উপস্থিত ছিলেন- চিত্রনায়িকা রোজিনা ও এলাকাবাসী। জানা যায়, গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লার পাড়া চিত্র রোজিনার নিজ বাড়ির আঙ্গিনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘খাদিজা জামে মসজিদ’ নামে একটি মসজিদের কাজ শুরু করেছেন।

রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, জম্মভূমির টানে চিত্রনায়িকা রোজিনা গোয়ালন্দ বাসীর জন্য যে কাজটি করছেন। গোয়ালন্দবাসী তা সারাজীবন মনে রাখবে।

চিত্রনায়িকা রোজিনা বলেন, যত দূরে থাকি জম্মভূমির কথা সব সময় মনে পরে কিন্তু ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এই জম্মভূমিতে যেন বারবার আসতে পারি সে জন্যে বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদের কাজ শুরু করেছি।

এখানে আরো একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সকলের সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল করব।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ