1. eliusmorol@gmail.com : দিঘলিয়া ওয়েব ব্লগ : দিঘলিয়া ওয়েব ব্লগ
  2. rahadbd300@gmail.com : rahad :
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

।।নগরীতে শিশুর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার।।

☞সার্বিক সম্পাদনায়ঃ মোড়ল মোঃ ইলিয়াস হুসাইন
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৪৭৯ বার সংবাদটি দেখা হয়েছে।

।।নগরীতে শিশুর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ রিপোর্ট।।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ময়লাপোতা হরিজন কলোনী এলাকায় এক শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে লাবলু মুখটী (৪৮) নামের একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়লাপোতা হরিজন কলোনী এলাকায় ঠিকানা মহিলা সমবায় সমিতির অফিস কক্ষে ওই এলাকার ১০ বছর বয়সী এক শিশুর শ্লীলতাহানীর চেষ্টা করে সমিতির ম্যানেজার লাবলু মুখটী (৪৮)। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকার মৃত সুখলাল মুকটীর পুত্র।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।

☞সংবাদ টি শোস্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ⬇️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

☞এ জাতীয় আরও সংবাদঃ