।।দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, আগামী রবিবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ রিপোর্ট।।
দেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী রবিবার থেকে জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপ্রধান ছিলেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমান।
সভায় সব জেলা প্রশাসন কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।
এই অবস্থায় ২৮ ডিসেম্বর রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে।এদিন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Leave a Reply