।।দিলু রোডে ৫ তলা ভবনে আগুনঃ অগ্নিদগ্ধে ৩ জনের মৃত্যু⇨আহতরা হাসপাতালে।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক রিপোর্ট।।
রাজধানী ঢাকার দিলু রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তিনজন মারা গেছেন। দগ্ধ দুজন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে দিলু রোডের পাঁচতলা একটি ভবনে আগুন লাগে।
দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন ছেলেশিশু।
অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে শহিদুলের শরীরের শতকরা ৪৩ ভাগ ও জান্নাতুলের শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে বলে ঢাকা মেডিকেল সূত্র জানিয়েছে।
আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ তিনজন—সুমাইয়া আক্তার (৩০), মাহাদি (৯) ও মাহমুদুল হাসান (৯ মাস)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তারা আশঙ্কামুক্ত।
ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।
ফায়ার সার্ভিস সকাল পৌনে ছয়টার দিকে ঘটনাস্থল থেকে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা মো. বাবুল মিয়া বলেন, ভবনের নিচতলায় আগুন লাগে। তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply