।।দক্ষিণখানে এক রুমে দুই শিশুসহ মায়ের লাশঃ পুলিশি তল্লাশি।।
।।দিঘলিয়া ওয়েব ব্লগ অনলাইন ডেস্ক।।
রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে একটি বাড়ি থেকে ২ শিশুসহ ১ নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে শিশু দুটি ওই নারীর সন্তান। তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ খান থানার এসআই মো. হযরত। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের ডিসি, এসিসহ সংশ্লিষ্ট সবাই এসেছেন। বাড়িটি ক্রাইম সিন টিম ঘিরে রেখে তল্লাসী করছে।
Leave a Reply